০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

রেকর্ড গড়ে টি-২০ বিশ্বকাপের অভিষেক ম্যাচে জয় যুক্তরাষ্ট্রের

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট: ১১:৪৭:০১ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • / 17

টি-২০ বিশ্বকাপের অভিষেক ম্যাচে জয়ের পর অ্যারন জোন্সকে ঘিরে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের উল্লাস।  ছবি:সংগৃহীত 

সংক্ষিপ্ত স্কোর: কানাডা: ১৯৪/৫ (ওভার:২০);নবনিত ৬৪,কির্টন ৫১,মোবা ৩২;উইকেট: হারমিত ১/২৭,কোরি অ্যান্ডারসন ১/২৯;
যুক্তরাষ্ট্র: ১৯৭/৪ (ওভার:১৭.৪);জোন্স ৯৪,গুস ৬৫; উইকেট:কালিম ১/৩৪,দিলন ১/১৯
ফলাফল: যুক্তরাষ্ট্র ৭ উইকেটে জয়ী
প্লেয়ার অব দ্যা ম্যাচ: অ্যারন জোন্স
টসে জিতে যুক্তরাষ্ট্র ফিল্ডিং নেয়।


উওর আামেরিকার দুই প্রতিবেশী দেশের রান বন্যা ও রোমাঞ্চকর ম্যাচের লড়াই দিয়ে পর্দা উঠলো টি-২০ বিশ্বকাপের নবম আসরের।বিশ্বকাপে অভিষেক ম্যাচে যুক্তরাষ্ট্র নিজেদের ঢি-২০ ইতিহাসে রেকর্ড রান তাড়া করে কানাডার বিপক্ষে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়।

স্বাগতিক যুক্তরাষ্ট্রে ডালাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে রান বন্যার ম্যাচে চার-ছক্কার ফুলঝুরি দেখলো ক্রিকেটপ্রেমীরা।আর বোলাররাও এই ম্যাচে তেমন সুবিধা করতে পারেনি।কানাডার দেয়া ১৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জোন্সের ছক্কার ফুলঝুরিতে ১০ ছয় ও ৪টি চারে ৪০ বলে ৯৪ রান করেন। আন্দ্রে গুস দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ বলে ৬৫ রান করেন।

যুক্তরাষ্ট্রের ব্যাটিংয়ে প্রথম ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০ রান করে।বাকী ১২ ওভারে যুক্তরাষ্ট্রের দরকার ১৪৫ রান আর হাতে আছে ৮ উইকেট।এমন অবস্থা থেকে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান জোন্স ও গাউস।দুজনে ৫৮ বলে ১৩১ রানের বিশাল জুটি গড়ে ১৪ বল হাতে রেখে দলকে সহজ জয় এনে দেয়।এর আগে অবশ্য দলীয় ১৭১ রানে নিখিল দওের বলে আউট হয়ে ফিরে যান গাউস। দুর্দান্ত ঝড়ো ব্যাটিংয়ের জন্য প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন তিনি।

ম্যাচ জয়ের নায়ক যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্সের দুর্দান্ত একটি কাভার ড্রাইভ। – ইউএনএ

এর আগে অবশ্য টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়াপ্লেতে ১ উইকেট হারিয়ে ৫০ রান করে কানাডা।এরপর ৮ ওভার শেষে ৬৬ রানে আবার উইকেট হারায় কানাডা।এই অবস্থা থেকে নাভনীত দালিওয়াল ও কির্টনের ৬২ রানের জুটি আশার আলো দেখায় কানাডাকে। দলীয় ১২৮ রানে ৩ ছয় ও ৬ চারে ৪৪ বলে ৬১ রান করে আউট হন নাভনীত।নিকোলাস কির্টনের ৩১ বলে ৫১ ও শ্রেয়াস মোবার ১৬ বলে ৩২ রানের ক্যামিওতে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান করে কানাডা।যুক্তরাষ্ট্রের হয়ে আলি খান,কোরি অ্যান্ডারসন ও হারমিত ১টি করে উইকেট নেন।

এই জয়ে আত্মবিশ্বাস বাড়লো যুক্তরাষ্ট্রের।এ-গ্রপের বাকী ম্যাচে ভারত,পাকিস্তান ও আয়ারল্যান্ডের সাথে তাদের মুখোমুখি হতে হবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

রেকর্ড গড়ে টি-২০ বিশ্বকাপের অভিষেক ম্যাচে জয় যুক্তরাষ্ট্রের

আপডেট: ১১:৪৭:০১ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪

টি-২০ বিশ্বকাপের অভিষেক ম্যাচে জয়ের পর অ্যারন জোন্সকে ঘিরে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের উল্লাস।  ছবি:সংগৃহীত 

সংক্ষিপ্ত স্কোর: কানাডা: ১৯৪/৫ (ওভার:২০);নবনিত ৬৪,কির্টন ৫১,মোবা ৩২;উইকেট: হারমিত ১/২৭,কোরি অ্যান্ডারসন ১/২৯;
যুক্তরাষ্ট্র: ১৯৭/৪ (ওভার:১৭.৪);জোন্স ৯৪,গুস ৬৫; উইকেট:কালিম ১/৩৪,দিলন ১/১৯
ফলাফল: যুক্তরাষ্ট্র ৭ উইকেটে জয়ী
প্লেয়ার অব দ্যা ম্যাচ: অ্যারন জোন্স
টসে জিতে যুক্তরাষ্ট্র ফিল্ডিং নেয়।


উওর আামেরিকার দুই প্রতিবেশী দেশের রান বন্যা ও রোমাঞ্চকর ম্যাচের লড়াই দিয়ে পর্দা উঠলো টি-২০ বিশ্বকাপের নবম আসরের।বিশ্বকাপে অভিষেক ম্যাচে যুক্তরাষ্ট্র নিজেদের ঢি-২০ ইতিহাসে রেকর্ড রান তাড়া করে কানাডার বিপক্ষে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়।

স্বাগতিক যুক্তরাষ্ট্রে ডালাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে রান বন্যার ম্যাচে চার-ছক্কার ফুলঝুরি দেখলো ক্রিকেটপ্রেমীরা।আর বোলাররাও এই ম্যাচে তেমন সুবিধা করতে পারেনি।কানাডার দেয়া ১৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জোন্সের ছক্কার ফুলঝুরিতে ১০ ছয় ও ৪টি চারে ৪০ বলে ৯৪ রান করেন। আন্দ্রে গুস দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ বলে ৬৫ রান করেন।

যুক্তরাষ্ট্রের ব্যাটিংয়ে প্রথম ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০ রান করে।বাকী ১২ ওভারে যুক্তরাষ্ট্রের দরকার ১৪৫ রান আর হাতে আছে ৮ উইকেট।এমন অবস্থা থেকে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান জোন্স ও গাউস।দুজনে ৫৮ বলে ১৩১ রানের বিশাল জুটি গড়ে ১৪ বল হাতে রেখে দলকে সহজ জয় এনে দেয়।এর আগে অবশ্য দলীয় ১৭১ রানে নিখিল দওের বলে আউট হয়ে ফিরে যান গাউস। দুর্দান্ত ঝড়ো ব্যাটিংয়ের জন্য প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন তিনি।

ম্যাচ জয়ের নায়ক যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্সের দুর্দান্ত একটি কাভার ড্রাইভ। – ইউএনএ

এর আগে অবশ্য টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়াপ্লেতে ১ উইকেট হারিয়ে ৫০ রান করে কানাডা।এরপর ৮ ওভার শেষে ৬৬ রানে আবার উইকেট হারায় কানাডা।এই অবস্থা থেকে নাভনীত দালিওয়াল ও কির্টনের ৬২ রানের জুটি আশার আলো দেখায় কানাডাকে। দলীয় ১২৮ রানে ৩ ছয় ও ৬ চারে ৪৪ বলে ৬১ রান করে আউট হন নাভনীত।নিকোলাস কির্টনের ৩১ বলে ৫১ ও শ্রেয়াস মোবার ১৬ বলে ৩২ রানের ক্যামিওতে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান করে কানাডা।যুক্তরাষ্ট্রের হয়ে আলি খান,কোরি অ্যান্ডারসন ও হারমিত ১টি করে উইকেট নেন।

এই জয়ে আত্মবিশ্বাস বাড়লো যুক্তরাষ্ট্রের।এ-গ্রপের বাকী ম্যাচে ভারত,পাকিস্তান ও আয়ারল্যান্ডের সাথে তাদের মুখোমুখি হতে হবে।

শেয়ার করুন