০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

রোমের জমজমাট ফাইনালে ইতিহাস গড়লো বোলোনিয়া

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ১২:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 3

৫১ বছর পর শিরোপা জয় বোলোনিয়ার -ফাইল ফটো

রোমের জমজমাট ফাইনালে ইতিহাস গড়লো বোলোনিয়া। সুইস তারকা ড্যান এনদোয়ের একমাত্র গোলে তারা ১-০ ব্যবধানে পরাজিত করলো এসি মিলানকে আর তাতে করে কাটলো ক্লাবের দীর্ঘ ৫১ বছরের শিরোপা খরা।

রোমের অলিম্পিক স্টেডিয়ামে জমজমাট ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়লো বোলোনিয়া। সুইস ফরোয়ার্ড ড্যান এনদোয়ের একমাত্র গোলেই দীর্ঘ ৫১ বছরের শিরোপা খরা কাটিয়েছে ইতালির ঐতিহ্যবাহী এই ক্লাবটি।

ইনজুরির কারণে শেষ চারটি ম্যাচে না খেলা এনদোয়ে সময়মতো ফিট হয়ে ওঠেন ফাইনালের জন্য এবং কোচের আস্থার পূর্ণ প্রতিদান দেন। ম্যাচের ৫৩তম মিনিটে মিলান রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ঠান্ডা মাথায় বল নিয়ন্ত্রণ করে দারুণ এক ফিনিশে বল জালে পাঠান ২৪ বছর বয়সী এই তারকা।

পুরো মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে আসা এনদোয়ের বাজারমূল্য এখন ২৫ মিলিয়ন ইউরো ছুঁয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার নৈপুণ্যেই ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বড় কোনো ট্রফি ঘরে তুললো বোলোনিয়া। এর আগে তারা কাপ জিতেছিল ১৯৭০ এবং ১৯৭৪ সালে। সিরি আ’তে তাদের সর্বশেষ শিরোপা এসেছিল আরও পেছনে ১৯৬৪ সালে।

অন্যদিকে এসি মিলানের জন্য এটি আরও একটি হতাশাজনক রাত। ম্যাচজুড়ে তারা রক্ষণে একাধিক ভুল করেছে এবং আক্রমণে সুবিধা করতে পারেনি। এক সপ্তাহ আগেই তারা বোলোনিয়াকে চ্যাম্পিয়নশিপে ৩-১ গোলে হারালেও, ফাইনালের মঞ্চে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়। ২০০৩ সালের পর কোনো বড় শিরোপা না জেতা মিলানের জন্য এটি আরও একটি শূন্য হাতে ফেরার গল্প।

মিলান এই ম্যাচে নিজেদের রক্ষণে যথেষ্ট ভুল করেছে এবং সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এর আগের সপ্তাহে তারা অবশ্য চ্যাম্পিয়নশিপে বোলোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল তবে তখন তারা শেষ মুহূর্তে তিনটি গোল করেছিল।

কাপ ফাইনালে তারা তেমন কিছু করে উঠতে পারেনি। মিলানের জন্য এটি আরও একটি হতাশার রাত। কারণ ২০০৩ সালের পর তারা আর কোনো শিরোপা জিততে পারেনি।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

রোমের জমজমাট ফাইনালে ইতিহাস গড়লো বোলোনিয়া

আপডেট: ১২:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

৫১ বছর পর শিরোপা জয় বোলোনিয়ার -ফাইল ফটো

রোমের জমজমাট ফাইনালে ইতিহাস গড়লো বোলোনিয়া। সুইস তারকা ড্যান এনদোয়ের একমাত্র গোলে তারা ১-০ ব্যবধানে পরাজিত করলো এসি মিলানকে আর তাতে করে কাটলো ক্লাবের দীর্ঘ ৫১ বছরের শিরোপা খরা।

রোমের অলিম্পিক স্টেডিয়ামে জমজমাট ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়লো বোলোনিয়া। সুইস ফরোয়ার্ড ড্যান এনদোয়ের একমাত্র গোলেই দীর্ঘ ৫১ বছরের শিরোপা খরা কাটিয়েছে ইতালির ঐতিহ্যবাহী এই ক্লাবটি।

ইনজুরির কারণে শেষ চারটি ম্যাচে না খেলা এনদোয়ে সময়মতো ফিট হয়ে ওঠেন ফাইনালের জন্য এবং কোচের আস্থার পূর্ণ প্রতিদান দেন। ম্যাচের ৫৩তম মিনিটে মিলান রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ঠান্ডা মাথায় বল নিয়ন্ত্রণ করে দারুণ এক ফিনিশে বল জালে পাঠান ২৪ বছর বয়সী এই তারকা।

পুরো মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে আসা এনদোয়ের বাজারমূল্য এখন ২৫ মিলিয়ন ইউরো ছুঁয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার নৈপুণ্যেই ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বড় কোনো ট্রফি ঘরে তুললো বোলোনিয়া। এর আগে তারা কাপ জিতেছিল ১৯৭০ এবং ১৯৭৪ সালে। সিরি আ’তে তাদের সর্বশেষ শিরোপা এসেছিল আরও পেছনে ১৯৬৪ সালে।

অন্যদিকে এসি মিলানের জন্য এটি আরও একটি হতাশাজনক রাত। ম্যাচজুড়ে তারা রক্ষণে একাধিক ভুল করেছে এবং আক্রমণে সুবিধা করতে পারেনি। এক সপ্তাহ আগেই তারা বোলোনিয়াকে চ্যাম্পিয়নশিপে ৩-১ গোলে হারালেও, ফাইনালের মঞ্চে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়। ২০০৩ সালের পর কোনো বড় শিরোপা না জেতা মিলানের জন্য এটি আরও একটি শূন্য হাতে ফেরার গল্প।

মিলান এই ম্যাচে নিজেদের রক্ষণে যথেষ্ট ভুল করেছে এবং সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এর আগের সপ্তাহে তারা অবশ্য চ্যাম্পিয়নশিপে বোলোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল তবে তখন তারা শেষ মুহূর্তে তিনটি গোল করেছিল।

কাপ ফাইনালে তারা তেমন কিছু করে উঠতে পারেনি। মিলানের জন্য এটি আরও একটি হতাশার রাত। কারণ ২০০৩ সালের পর তারা আর কোনো শিরোপা জিততে পারেনি।

শেয়ার করুন