০৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
র্যাবের সাঁড়াশি অভিযানে বেড়েছে গ্রেফতারের সংখ্যা

ইউএনএ ডেস্ক
- আপডেট: ১২:০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
- / 34
প্রতিকী ছবি
কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকাসহ সারা দেশে ৩০৪ জনকে গ্রেফতার করেছে পুলিশের এই এলিট ফোর্স।
শনিবার পর্যন্ত সারা দেশে র্যাব গ্রেফতার করে ২৯০ জনকে, আজ রবিবার গ্রেফতারের এই সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যমে শাখার সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। তিনি বলেন, নাশকতার অভিযোগে এ পর্যন্ত র্যাব ঢাকায় ৭৭ জন ও ঢাকার বাইরে ২২৭ জনসহ সারা দেশে ৩০৪ জনকে গ্রেফতার করেছে।