০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

লংমার্চকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের ভিড়

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / 43

লংমার্চে যোগ দিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা। ছবি: আব্দুর রহমান

লংমার্চে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গার ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা থেকে আগরতলা পর্যন্ত লংমার্চের আয়োজন করেছে বিএনপির এই তিন অঙ্গসংগঠন।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল থেকেই নেতাকর্মীরা দলে দলে নয়াপল্টনে সমবেত হতে শুরু করেন। কিছু সময় পর সেখান থেকে তারা লংমার্চের যাত্রা শুরু করবেন।

কর্মসূচি ঘিরে সকাল ৭টা থেকেই ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছেন। তাদের মধ্যে অনেকে মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে দলীয় পতাকা ও ফেস্টুন নিয়ে অংশ নিচ্ছেন।

সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে লংমার্চ শুরু হবে। এটি পল্টন, ফকিরাপুল, ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠে বিভিন্ন রুট ধরে ভৈরবে পৌঁছাবে। সেখান থেকে আখাউড়া স্থলবন্দর অভিমুখে রওনা হবে লংমার্চ। ভৈরবে একটি পথসভা করার পর আখাউড়ায় দুই কিলোমিটার হেঁটে সমাবেশস্থলে উপস্থিত হবে অংশগ্রহণকারীরা।

এর আগে গত রোববার (৮ ডিসেম্বর) দিল্লির অপপ্রচারের প্রতিবাদে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছিল বিএনপির এই তিন সংগঠন। পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা রামপুরায় পুলিশের অনুরোধে কর্মসূচি শেষ করে হাইকমিশনে স্মারকলিপি জমা দেন। সেখানে ভারতীয় আগ্রাসন মোকাবিলায় সংগঠনের কর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লংমার্চকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের ভিড়

আপডেট: ১০:৪৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

লংমার্চে যোগ দিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা। ছবি: আব্দুর রহমান

লংমার্চে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গার ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা থেকে আগরতলা পর্যন্ত লংমার্চের আয়োজন করেছে বিএনপির এই তিন অঙ্গসংগঠন।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল থেকেই নেতাকর্মীরা দলে দলে নয়াপল্টনে সমবেত হতে শুরু করেন। কিছু সময় পর সেখান থেকে তারা লংমার্চের যাত্রা শুরু করবেন।

কর্মসূচি ঘিরে সকাল ৭টা থেকেই ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছেন। তাদের মধ্যে অনেকে মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে দলীয় পতাকা ও ফেস্টুন নিয়ে অংশ নিচ্ছেন।

সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে লংমার্চ শুরু হবে। এটি পল্টন, ফকিরাপুল, ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠে বিভিন্ন রুট ধরে ভৈরবে পৌঁছাবে। সেখান থেকে আখাউড়া স্থলবন্দর অভিমুখে রওনা হবে লংমার্চ। ভৈরবে একটি পথসভা করার পর আখাউড়ায় দুই কিলোমিটার হেঁটে সমাবেশস্থলে উপস্থিত হবে অংশগ্রহণকারীরা।

এর আগে গত রোববার (৮ ডিসেম্বর) দিল্লির অপপ্রচারের প্রতিবাদে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছিল বিএনপির এই তিন সংগঠন। পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা রামপুরায় পুলিশের অনুরোধে কর্মসূচি শেষ করে হাইকমিশনে স্মারকলিপি জমা দেন। সেখানে ভারতীয় আগ্রাসন মোকাবিলায় সংগঠনের কর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন