লজ্জার হার দিয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষ করলো বাংলাদেশ

- আপডেট: ০৬:২২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
- / 30
বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টি-২০ সিরিজ জয়ের পর যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের উল্লাস। – ইউএনএ
স্কোর: যুক্তরাষ্ট্র ১৪৪/৬ (২০ ওভার),বাংলাদেশ ১৩৮/১০ (১৯.২ ওভার) ; ফলাফল: যুক্তরাষ্ট্র ৬ রানে জয়ী
যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হারের পুনরাবৃওি ঘটালো বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে মাত্র ১৪৫ রানের লক্ষ্য বাংলাদেশের কাছে পাহাড় সমান হয়ে দাড়িয়ে ছিল।পরিকল্পনাহীন ব্যাটিংয়ের কারনে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের সাথে লজ্জাজনক হার বরন করতে হলো বাংলাদেশকে।ঐতিহাসিক জয়ে এক ম্যাচ হাতে রেখে টেস্ট খেলুড়ে কোন দলের বিপক্ষে তাদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। সঙ্গে বাংলাদেশ পূর্ণ করলো টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে একশ ম্যাচ হারের মাইলফলক।
শুরুতে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। পাওয়ারপ্লের প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ৪২ রান করে শুরুটা ভালোই জানান দিচ্ছিলো স্বাগতিকরা।
দলীয় ৪৪ রানে পরপর ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে যুক্তরাষ্ট্র। অবশ্য তৃতীয় উইকেটের জুটিতে রানের গতি সচল রেখে ম্যাচ নিয়ন্ত্রনের চেষ্টা করে স্বাগতিকরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পরলে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রানে থামে যুক্তরাষ্ট্র।
১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ০ রানে আউট হন সৌম্য। পরবর্তীতে পাওয়ারপ্লেতে ৪৩ রানের মাথায় ২য় উইকেট হারায় বাংলাদেশ। শুরুটা ভালো করলেও ১৫ বলে ১৯ রান করে আউট হন তানজিদ।
ম্যাচের শেষ ১০ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৬৯ রান। কিন্তু পরিকল্পনাহীন ব্যাটিংয়ে সব ওলটপালট করে দিল টিম বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে সিরিজ খোয়াল বাংলাদেশ। শেষমেষ ১৯.২ ওভারে অল আউট হয়ে ১৩৮ রানে থামে বাংলাদেশের ইনিংস।
কিন্তু তানজিদ, শান্ত ও সাকিব বাদে কেউই পারলেন না বলার মতো কিছু করতে। উইকেট বিলিয়ে অসহায় আত্মসমর্পণে ব্যাটসম্যানরা ম্যাচ উপহার দিয়েছে যুক্তরাষ্ট্রকে।
লো স্কোরিং ম্যাচে ২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আলী খান।