লা লিগায় সেরা খেলোয়াড় হলেন জুড বেলিংহাম

- আপডেট: ০১:৩৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
- / 64
রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহাম ছবি: সংগৃহীত
অসাধারণ নৈপুণ্য দেখিয়ে গত বছর বুরুশিয়া ডর্টমুন্ড থেকে ১০৩ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দেন জুড বেলিংহাম।রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই আলো ছড়াচ্ছেন এই ইংলিশ মিডফিল্ডার।রিয়াল মাদ্রিদকে লিগ শিরোপা জেতানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই মিডফিল্ডার।চলতি মৌসুমে রিয়ালের হয়ে ২৮ ম্যাচে ১৯ গোলের পাশাপাশি ৬ গোলে সহায়তা করেছেন বেলিংহ্যাম।মৌসুমের মাঝের সময়টা বাদ দিলে পুরো সময়টা দুর্দান্ত কাটিয়েছেন লা লিগায়।যার ফলে স্বীকৃতি হিসেবে পেলেন ২০২৩-২৪ মৌসুমের লা লিগার সের খেলোয়াড়ের পুরষ্কার।
সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে এক ভিডিও বার্তায় বেলিংহ্যাম বলেন, ‘এই পুরষ্কার পাওয়াটা খুবই সম্মানের ব্যাপার।এ পুরস্কার আমি আমার সতীর্থ, স্টাফ, কোচ ও সমর্থকদের উৎসর্গ করতে চাই। এটা বিশ্বের সেরা ক্লাব ও এই ক্লাবের হয়ে খেলা সব সময় আনন্দের ব্যাপার।’
এছাড়াও বেলিংহামের অসাধারণ নৈপুণ্যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠেছে। আগামী ২ জুন ফাইনালে তার সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। যদি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে তবে বেলিংহাম প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বাদ পাবে।যা তাকে ব্যালন ডি’অর জয়ের পথেও এগিয়ে রাখবে।