০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

লুকমানের হ্যাটট্রিকে ইতিহাস গড়লো আটালান্টা 

জাহিদ হাসান
  • আপডেট: ০৮:০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • / 37

প্রথমবারের মত ইউরোপা লিগ শিরোপা উদযাপনে ইটালিয়ান ক্লাব আটালান্টা। –ইউএনএ 

অবিশ্বাস্য…! অকল্পনীয়…!! স্বপ্নময়…!!! এই বিশেষন গুলো হয়তো ইউরোপা লিগের ফাইনালে ইটালিয়ান ক্লাব আটালান্টার জন্যই প্রস্তুত ছিল। কেননা ফাইনালে আসরের হট ফেবারিট বায়ার লেভারকুসেন কে ৩-০ ব্যাবধানে হারিয়ে প্রথমবার শিরোপা ঘরে তুলবে আটালান্টা হয়তো কেউ ভাবেনি। বুন্দেসলিগার অপরাজিত চ্যাম্পিয়নদের ইউরোপা লিগের ফাইনালে এরকম করুন পরিনতি হবে তা অকল্পনীয় ছিল।

ইউরোপা লিগের পুরো আসরে অপরাজিত থেকে ফাইনালে ওঠে সদ্য বুন্দেসলিগার টাইটেল জয়ী বায়ার লেভারকুসেন। সিরিএ তে ৫ম স্থানে থাকা আটালান্টা ইউরোপা লিগের কোয়র্টার ফাইনালে লিভারপুলকে হারিয়ে চমক দিয়েছিলো।পরবর্তীতে ফ্রান্সের ক্লাব মার্শেই কে হারিয়ে প্রথমবারের মত ইউরোপা লিগের ফাইনালে ওঠে আটালান্টা।

ফাইনালের আগে হয়তো অনুমেয় ছিলো দুর্দান্ত ফর্মে থাকা লেভারকুসেন চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি।পুরো ম্যাচে লেভারকুসেন আধিপত্য বিস্তার করে খেললেও আটালান্টার ফরওয়ার্ড এডোমলা লুকমানের কাছে ধরাশায়ী হতে হয় বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের। লুকমানের একক নৈপুণ্যে দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানে লেভারকুসেনকে পরাজিত করে আটালান্টা প্রথমবারের মত ইউরোপা লিগ শিরোপা অর্জন করে রুপকথার জন্ম দেয়।

হ্যাট্রিকম্যান এডোমলা লুকমান

ম্যাচের শুরুতে ১২ মিনিটে আটালান্টার কোপমেইনার্সের বাড়ানো পাসে জাপাকস্তার দুর্দান্ত রানিংয়ে বক্সের ভিতরে ঢুকে ক্রস করলে, দ্রুত গতিতে এসে বাম পায়ের ছোঁয়াতে বল জালে জড়ান লুকমান।

শুরুর দিকে  গোল খেয়ে লেভারকুসেন আক্রমন বাড়ানোর চেষ্টা করলেও আটালান্টার ডিফেন্সে প্রতিহত হতে হয়।লেভারকুসেনের ম্যাচে ফেরার চেষ্টাকে ব্যাহত করতে ওভারপ্রেসিং এর মাধ্যমে চাপে রাখে আটালান্টা। ফলস্বরূপ ২৬ মিনিটে মিডফিল্ডে হেডে আসা বল লেভারকুসেনর ম্যাটিজ কোভারের পায়ে লেগে লুকমানের পায়ে আসলে দুর্দান্ত ড্রিবিলিংয়ে  লেভারকুসেনের ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সের বাহিরে থেকে জোড়ালো ভলিতে বল জালে জড়ান। ২ গোল হজম করে প্রথমার্ধে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারিনি লেভারকুসেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বল পজিশন রেখে জোড়ালো আক্রমন করতে পারেনি লেভারকুসেন।তখন মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে পাল্টা আক্রমন করে আটালান্টা। মাঝমাঠের নিয়ন্ত্রণের ফলে ৭৫ মিনিটে লেভারকুসেনের আক্রমনের প্রতিহত করে বল পেয়ে কাউন্টার এ্যাটাক থেকে স্কামাখার দুর্দান্ত পাসে বল পেয়ে ডি-বক্সের ভিতরে বাম পায়ের জোড়ালো শটে নিজের হ্যাটট্রিক পূরন করে দলকে জয় এনে দেয় ম্যাচ সেরা লুকমান।এরপর পুরো সময় বল পজিশন ধরে রাখলেও গোলের দেখা আর পায়নি লেভারকুসেন।

ম্যাচ জয়ের নায়ক লুকমানকে নিয়ে সতীর্থদের উল্লাস

এই জয়ে আটালান্টা প্রথমবারের মত ফাইনালে ওঠে প্রথম ইউরোপা লিগ শিরোপা জিতলো।লেভারকুসেন এর আগে ১৯৮৭-১৯৮৮ মৌসুমে একমাত্র শিরোপা জয় করে।

 

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লুকমানের হ্যাটট্রিকে ইতিহাস গড়লো আটালান্টা 

আপডেট: ০৮:০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

প্রথমবারের মত ইউরোপা লিগ শিরোপা উদযাপনে ইটালিয়ান ক্লাব আটালান্টা। –ইউএনএ 

অবিশ্বাস্য…! অকল্পনীয়…!! স্বপ্নময়…!!! এই বিশেষন গুলো হয়তো ইউরোপা লিগের ফাইনালে ইটালিয়ান ক্লাব আটালান্টার জন্যই প্রস্তুত ছিল। কেননা ফাইনালে আসরের হট ফেবারিট বায়ার লেভারকুসেন কে ৩-০ ব্যাবধানে হারিয়ে প্রথমবার শিরোপা ঘরে তুলবে আটালান্টা হয়তো কেউ ভাবেনি। বুন্দেসলিগার অপরাজিত চ্যাম্পিয়নদের ইউরোপা লিগের ফাইনালে এরকম করুন পরিনতি হবে তা অকল্পনীয় ছিল।

ইউরোপা লিগের পুরো আসরে অপরাজিত থেকে ফাইনালে ওঠে সদ্য বুন্দেসলিগার টাইটেল জয়ী বায়ার লেভারকুসেন। সিরিএ তে ৫ম স্থানে থাকা আটালান্টা ইউরোপা লিগের কোয়র্টার ফাইনালে লিভারপুলকে হারিয়ে চমক দিয়েছিলো।পরবর্তীতে ফ্রান্সের ক্লাব মার্শেই কে হারিয়ে প্রথমবারের মত ইউরোপা লিগের ফাইনালে ওঠে আটালান্টা।

ফাইনালের আগে হয়তো অনুমেয় ছিলো দুর্দান্ত ফর্মে থাকা লেভারকুসেন চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি।পুরো ম্যাচে লেভারকুসেন আধিপত্য বিস্তার করে খেললেও আটালান্টার ফরওয়ার্ড এডোমলা লুকমানের কাছে ধরাশায়ী হতে হয় বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের। লুকমানের একক নৈপুণ্যে দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানে লেভারকুসেনকে পরাজিত করে আটালান্টা প্রথমবারের মত ইউরোপা লিগ শিরোপা অর্জন করে রুপকথার জন্ম দেয়।

হ্যাট্রিকম্যান এডোমলা লুকমান

ম্যাচের শুরুতে ১২ মিনিটে আটালান্টার কোপমেইনার্সের বাড়ানো পাসে জাপাকস্তার দুর্দান্ত রানিংয়ে বক্সের ভিতরে ঢুকে ক্রস করলে, দ্রুত গতিতে এসে বাম পায়ের ছোঁয়াতে বল জালে জড়ান লুকমান।

শুরুর দিকে  গোল খেয়ে লেভারকুসেন আক্রমন বাড়ানোর চেষ্টা করলেও আটালান্টার ডিফেন্সে প্রতিহত হতে হয়।লেভারকুসেনের ম্যাচে ফেরার চেষ্টাকে ব্যাহত করতে ওভারপ্রেসিং এর মাধ্যমে চাপে রাখে আটালান্টা। ফলস্বরূপ ২৬ মিনিটে মিডফিল্ডে হেডে আসা বল লেভারকুসেনর ম্যাটিজ কোভারের পায়ে লেগে লুকমানের পায়ে আসলে দুর্দান্ত ড্রিবিলিংয়ে  লেভারকুসেনের ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সের বাহিরে থেকে জোড়ালো ভলিতে বল জালে জড়ান। ২ গোল হজম করে প্রথমার্ধে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারিনি লেভারকুসেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বল পজিশন রেখে জোড়ালো আক্রমন করতে পারেনি লেভারকুসেন।তখন মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে পাল্টা আক্রমন করে আটালান্টা। মাঝমাঠের নিয়ন্ত্রণের ফলে ৭৫ মিনিটে লেভারকুসেনের আক্রমনের প্রতিহত করে বল পেয়ে কাউন্টার এ্যাটাক থেকে স্কামাখার দুর্দান্ত পাসে বল পেয়ে ডি-বক্সের ভিতরে বাম পায়ের জোড়ালো শটে নিজের হ্যাটট্রিক পূরন করে দলকে জয় এনে দেয় ম্যাচ সেরা লুকমান।এরপর পুরো সময় বল পজিশন ধরে রাখলেও গোলের দেখা আর পায়নি লেভারকুসেন।

ম্যাচ জয়ের নায়ক লুকমানকে নিয়ে সতীর্থদের উল্লাস

এই জয়ে আটালান্টা প্রথমবারের মত ফাইনালে ওঠে প্রথম ইউরোপা লিগ শিরোপা জিতলো।লেভারকুসেন এর আগে ১৯৮৭-১৯৮৮ মৌসুমে একমাত্র শিরোপা জয় করে।

 

শেয়ার করুন