শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে জনতার ঢল

- আপডেট: ১১:৪৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / 24
রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল। ছবি : ইউএনএ
জাতি আজ শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল থেকেই সাধারণ মানুষের ঢল নেমেছে। সবাই ফুল দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়, আর তিন বাহিনীর একটি চৌকস দল শহীদদের স্মরণে গার্ড অব অনার প্রদান করে।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা, আইন বিশেষজ্ঞ ড. আসিফ নজরুল, এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানার নিয়ে মানুষ দলবদ্ধভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলোর কর্মীরা শ্লোগান দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জানায়।
সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, পেশাজীবী সংগঠন এবং সংস্কৃতি সংগঠনগুলোও শহীদদের স্মরণে উপস্থিত হয়। শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং উদীচী শিল্পীগোষ্ঠীসহ নানা শ্রেণি-পেশার মানুষ তাঁদের শ্রদ্ধা নিবেদন করেন।