শার্ক ট্যাংক বাংলাদেশ: কারা হলেন শার্ক

- আপডেট: ০৭:২৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- / 41
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিজনেস শো ‘শার্ক ট্যাংক’ অবশেষে বাংলাদেশে আসছে শার্ক ট্যাংক বাংলাদেশ হিসেবে। এ নিয়ে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের সঙ্গে একটি চুক্তি সই করেছে।
শার্করা হলেন: সামি আহমেদ, স্টার্টআপ বাংলাদেশ; নাজিম ফারহান চৌধুরী, অ্যাডকম; গোলাম মুর্শেদ, ম্যাজেস্টো লিমিটেড/প্রাক্তন-ওয়ালটন; সামানজার খান, একেএস খান হোল্ডিংস লিমিটেড; ফাহিম মাশরুর, বিডিজবস ডটকম; আহমেদ আলী, তিস্তা সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
সামি আহমেদ-স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের (এসবিএল) ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সামি আহমেদ। তিনি স্থানীয় স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। সামি আহমেদ ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে কম্পিউটার সায়েন্সে ব্যাকগ্রাউন্ড নিয়ে বাংলাদেশের আইসিটি প্রবৃদ্ধির জন্য তার মার্কিন অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছেন।
নাজিম ফারহান চৌধুরী-অ্যাডকম হোল্ডিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরীর বিজ্ঞাপন, আইটি, হসপিটালিটি ও মিডিয়ায় বিনিয়োগ রয়েছে। তিনি একজন সিরিয়াল উদ্যোক্তা। উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্বের প্রতি নাজিম ফারহান চৌধুরীর প্রতিশ্রুতি বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ে তার প্রভাবকে শক্তিশালী করে।
গোলাম মুর্শেদ-ম্যাজেস্টো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ। তিনি একজন নিবেদিতপ্রাণ ব্যবসায়িক নেতা। শ্রেষ্ঠত্বের প্রতি তার প্রতিশ্রুতি, উদ্ভাবনী মানসিকতা ও দৃঢ় বিপণন কৌশল তাকে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে পরিণত করেছে। প্রযুক্তি ও পণ্য ব্যবস্থাপনায় দক্ষ হওয়ার মুর্শেদ তার ব্যতিক্রমধর্মী নেতৃত্বের মধ্য দিয়ে অনায়াসে গতিশীল বাজারের ল্যান্ডস্কেপ নেভিগেট করতে সক্ষম হয়েছেন। উদ্ভাবন এবং শিল্প নেতৃত্বের ব্যাপারে তার বিশেষজ্ঞ জ্ঞান এখন আসবাবপত্র শিল্পেও বিপ্লব ঘটানোর জন্য প্রস্তুত।
সামানজার খান- এ কে এস খান হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান। তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০০৮ সালে বনেক্স ইউকে লিমিটেড প্রতিষ্ঠা করেন, যা যুক্তরাজ্য এবং ইউরোপে এক অনন্য অগ্নিনির্বাপণ ব্যবস্থা বাজারে নিয়ে আসে। সামানজার খান বর্তমানে স্বাস্থ্যসেবা, কৃষি ও শিক্ষাসহ বিভিন্ন সেক্টরে কোম্পানিগুলোর একটি বৈচিত্র্যময় পোর্টফোলিও পরিচালনা করছেন।
ফাহিম মাশরুর- দেশের জনপ্রিয় অনলাইন চাকরি খোঁজার প্ল্যাটফর্ম বিডিজবস ডটকমের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর। ২০০০ সালে তিনি বিডিজবস প্রতিষ্ঠা করেন। বিডিজবস বাংলাদেশের প্রথম টেক-কোম্পানি, যা বিশ্বব্যাপী অন্যান্য টেক-কোম্পানির সঙ্গে একই কাতারে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করেছে।
প্রযুক্তি শিল্পে উদ্ভাবনী অবদানের জন্য ফাহিম এসএমই ফাউন্ডেশন কর্তৃক সেরা এসএমই উদ্যোক্তা এবং আইসিটি মন্ত্রণালয় কর্তৃক আইসিটি পার্সোনালিটি অব দ্য ইয়ারের মতো অনেক মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন ফাহিম মাশরুর।
আহমেদ আর আলি- তিস্তা সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান আহমেদ আর আলি। বাংলাদেশি অভিবাসী মা-বাবার মাধ্যমে বেড়ে ওঠা আহমেদ আর আলির গল্প স্থিতিস্থাপকতা, সেবা এবং প্রভাবের প্রতিশ্রুতি প্রতিফলিত করে।
এ ছাড়াও বেশ কয়েকজন হাই প্রোফাইল মহিলা উদ্যোক্তা ট্যাংকে যোগ দেবেন। শিগগিরই তাদের নাম প্রকাশ করা হবে।
শার্ক ট্যাংক কী- ‘শার্ক ট্যাংক’ সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা বিনিয়োগকারীদের একটি প্যানেলের কাছে উপস্থাপন করতে দেয়, যারা ‘শার্ক’ নামে পরিচিত। তারা বিজনেসটিকে পছন্দ করলে উদ্যোক্তাদের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে নগদ অর্থ প্রদান করেন। কোনো উদ্যোক্তার কাছে যদি একটি নতুন পণ্যের প্রোটোটাইপ অথবা একটি বিদ্যমান পণ্য বা পরিষেবা, অথবা ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা থাকে, তাহলে তাদের ধারণায় বিনিয়োগ করার জন্য পাঁচজন ‘শার্ক’কে রাজি করাতে হবে।
২০০১ সালে জাপানে নিপ্পন টিভিতে ‘মানি টাইগারস’ হিসেবে চালু হওয়ার পর থেকে, এই ফরম্যাটটি বিশ্বব্যাপী একটি অভূতপূর্ব সাফল্যে পরিণত হয় এবং প্রতিটি মহাদেশে কখনো ‘ড্রাগন’স ডেন’, কখনো ‘লায়নস ডেন’সহ বিভিন্ন নামে অনুষ্ঠিত হয়।
দুই হাজারের বেশি কোম্পানি যাচাই-বাছাইয়ের পর অবশেষে বহুল প্রত্যাশিত এই শো-টির শুটিং ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।