শাহবাগ ব্লকেড থাকায় সড়কের বাসগুলো বিকল্প যে পথে চলছে

- আপডেট: ০২:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / 1
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেড থাকায় এই সড়কের বাসগুলো বিকল্প পথে চলছে – ছবি : ইউএনএ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ ব্লকেড চলছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩ দফা দাবিতে শনিবার শাহবাগে দুপুর ৩টায় গণজমায়েত অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শুরু হওয়া এই বিক্ষোভে তেমন সাড়া না পাওয়ায় শাহবাগ ব্লকেডের ঘোষণা দেন হাসনাত। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও জানান তিনি।
এদিকে ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক শাহবাগ ব্লকেড থাকায় এই তীব্র তাপপ্রবাহের মধ্যে রাজধানীজুড়ে যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
তবে মানুষের দুর্ভোগ কমাতে শুধু শাহবাগ ব্লকেড রেখে দেশের অন্যান্য হাইওয়েগুলোতে ব্লকেড না রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
এদিকে শাহবাগ ব্লকেড থাকায় এই সড়কের বাসগুলো বিকল্প পথে চলছে। শনিবারও ছুটির দিন থাকায় আর পূর্বঘোষিত কর্মসূচি হওয়ায় রাজধানীজুড়ে যান চলাচল ধীর গতির থাকলেও কিছু কিছু জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে।
সদরঘাট-মিরপুর-১২ নম্বর রুটের বাস প্রেসক্লাব-মৎস্য ভবন-মগবাজার-বাংলামোটর পথে চলছে। মিরপুর–১২ নম্বর থেকে শাহবাগ হয়ে সদরঘাট পর্যন্ত পথের শিকড় পরিবহন, বিহঙ্গ পরিবহন, তানজিল পরিবহনসহ বেশ কয়েকটি বাস একই পথে চলছে।
এছাড়াও ফুলবাড়িয়া থেকে সাভার-আশুলিয়া পর্যন্ত চলা এয়ারপোর্ট পরিবহন, চন্দ্রা থেকে মতিঝিল পর্যন্ত চলা ওয়েলকাম পরিবহনসহ শাহবাগ হয়ে চলা বেশ কয়েকটি বাস চলছে মগবাজার-বাংলামোটর রুটে যাতায়াত করছে।
অন্যদিকে শাহবাগ হয়ে মোহাম্মদপুরে চলা রজনীগন্ধা পরিবহন, চন্দ্রা থেকে সদরঘাট পর্যন্ত চলা সাভার পরিবহনসহ বেশ কয়েকটি বাস মগবাজার-বাংলামোটর-কারওয়ান বাজার-পান্থপথ রুটে চলাচল করছে।
আজিমপুর থেকে শাহবাগ হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলা দেওয়ান পরিবহন বাংলামোটর-মোতালেব প্লাজা-কাঁটাবন মোড় হয়ে সায়েন্সল্যাব রুটে চলছে। একই পথে চলছে বনশ্রী থেকে মোহাম্মদপুর পর্যন্ত চলা রমজান পরিবহন, যাত্রাবাড়ী থেকে মোহাম্মদপুর পর্যন্ত চলার ট্রান্সসিলভা পরিবহনের বাসগুলো।