শাহরুখ ও তার মেয়ে সুহানার সঙ্গে পর্দা শেয়ার করবেন দীপিকা

- আপডেট: ০৩:১৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / 2
ছবি : সংগৃহীত
‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে ২০২৩ সালে বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা শাহরুখ খান। ২০২৪ সালে কোনো ছবি মুক্তি পায়নি তার। এ বছরও নতুন কোনো ছবি নিয়ে রূপালী পর্দায় পাবে না দর্শক।
নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে। চলতি বছর ব্যস্ত থাকবেন তার নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে। জানা গেছে, আগামী ১৮ মে থেকে মুম্বাইয়ে কিং সিনেমার শুটিং শুরু হবে। এ সিনেমায় তার মেয়ে সুহানা খান থাকবেন।
আর পর্দায় শাহরুখ খানকে দেখা যাবে আবারও দীপিকা পাড়ুকোনকে। মা হওয়ার পর এ সিনেমা দিয়েই পর্দায় ফিরবেন দীপিকা। যদিও কে হবেন শাহরুখের নায়িকা। এ নিয়ে নানা জল্পনা ছিল। আপাতত সেই জল্পনার অবসান হলো।
ছবির জন্য কারিনা কাপুর ও ক্যাটরিনা কাইফের কথাও ভাবা হয়েছিল। নানা কারণে পিছিয়েছে কিংয়ের শুটিংয়ের তারিখ। তাই এখন শুটিংয়ের শিডিউল দিতে পারছেন দীপিকা।
ওটিটি প্লে জানিয়েছে, পাঠানে দীপিকার স্বল্প উপস্থিতি থাকলেও কিংয়ে তিনি বড় চরিত্রেই অভিনয় করবেন। অক্টোবরে দীপিকার শুটিং শিডিউল রাখা হয়েছে। ১০ থেকে ১২ দিন শুটিং করবেন তিনি। শাহরুখ, দীপিকা, সুহানা ছাড়াও কিং সিনেমায় আরও অভিনয় করবেন অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা প্রমুখ। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে এ সিনেমায় যেটি অমিতাভ বচ্চনের করার কথা রয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
কিং সিনেমার সংগীত পরিচালনা করবেন অনিরুদ্ধ রবিচন্দর। গানগুলোতে সুর দেবেন শচীন-জিগার। শুটিং হবে ভারত ও ইউরোপের বিভিন্ন লোকেশনে। প্রথমে সিনেমাটি পরিচালনা করার কথা ছিল সুজন ঘোষের। তবে বিভিন্ন কারণে সুজয় সরে দাঁড়ালে পরিচালনার ভার নেন সিদ্ধার্থ আনন্দ। তার পরিচালনায় কিং মুক্তি পাবে ২০২৬ সালের শেষ ভাগে।