শেষ মুহূর্তের জোড়া গোলে হেরে গেলো ব্রাজিল

- আপডেট: ০১:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
- / 25
প্যারিস অলিম্পিকে নারী ফুটবল ইভেন্টে ব্রাজিল ও জাপানের ম্যাচের একটি মুহূর্ত। ছবি:সংগৃহীত
অলিম্পিকে এবারের আসরে নারী ফুটবলে ব্রাজিলকে শেষ মুহূর্তের জোড়া গোলে হারিয়েছে জাপান নারী দল। যদিও দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে ব্রাজিল ১-০ গোলে এগিয়ে থাকলেও ৯০ মিনিট পর ইনজুরি সময়ের শেষ ৬ মিনিটে পরপর ২ গোলে খেয়ে ম্যাচ হেরে বসে মার্তার ব্রাজিল।
ফ্রান্সের পার্ক দ্যা প্রিন্সেসে পুরো ম্যাচ আধিপত্য বিস্তার না করলেও শুরুর দিকে আট্যাকিং ফুটবল খেলেছে ব্রাজিল; কিন্তু জাপানের জমাট রক্ষনে প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে ব্রাজিলের নারী দলের অভিজ্ঞ খেলোয়াড় মার্তার পাস থেকে দুর্দান্ত গোল করে ব্রাজিলকে লিড এনে দেয় জেনিফার। ১ম গোলে লিড নেওয়া ব্রাজিল পরবর্তী গোলের সুযোগ করতে না পারলেও জাপান গোলের জন্য মুখিয়ে উঠে।ম্যাচ যখন ৯০ মিনিট পার হয়ে শেষ হওয়ার পথে যাচ্ছিলো তখন ব্রাজিলের জয়টাও নিশ্চিতের দিকে যাচ্ছিলো ; কিন্তু ইনজুরি সময়ের শেষ ৬ মিনিটে পরপর ২ গোল খেয়ে ১-২ গোলে ম্যাচ হেরে বসে ব্রাজিল। এরমধ্যে ১ টি পেনাল্টিতে গোল করে জাপান। এর আগে নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়াকে ১-০ গোলে হারায় ব্রাজিল।
সি-গ্রুপের তাদের শেষ ম্যাচ হবে স্পেনের বিপক্ষে। স্পেনের বিপক্ষে যদি হারে তাহলে অনেকটা অনিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের কেয়ার্টারের ভাগ্য।
এবারের অলিম্পিকে নারীদের ফুটবল ইভেন্টে ৩ টি গ্রুপে ৪ টি দল হয়ে মোট ১২ দল অংশ নিচ্ছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দু’দল যাবে কোয়ার্টারে ; এছাড়াও গ্রুপের তৃতীয় সেরা দল হয়ে তৃতীয় স্থান থেকে যাবে আরও ২ টি দল।