০৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

শেষ হলো দ্বাদশ যাকাত ফেয়ার

স্টাফ রিপোর্টার
  • আপডেট: ১১:৪৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • / 19

‘মেকিং এ ডিফরেন্স উইথ যাকাত’ এই প্রতিপাদ্য নিয়ে ঢাকার তেজগাঁও লিংক রোডস্থ আলোকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ যাকাত ফেয়ার ২০২৪।

বিশিষ্ট অর্থনীতিবিদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান গতকাল শনিবার সকাল ১১.০০ এ ফেয়ার উদ্বোধন করেন।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত এ ফেয়ারের উদ্দেশ্য হচ্ছে সংগঠিত ও পরিকল্পিত উপায়ে যাকাত প্রদান, যাকাত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ এবং দারিদ্য বিমোচন সংক্রান্ত বিভিন্ন সংস্থার অভিজ্ঞতা বিনিময়।

“CZM’s Zakat-based Programs: A Pioneering Innovation for Poverty Alleviation” শীর্ষক উদ্বোধনী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. হোসেন জিল্লুর রহমান বলেন “আর্থিক ক্ষমতায়ন শুধুমাত্র অন্তর্ভুক্তি নয়, এটা সিজেডএম-এর দারিদ্র বিমোচন তথা জীবিকা প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। আমি মনে করি সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর কর্মকাণ্ড বিশ্ব পরিসরে আরো জোরালোভাবে নিয়ে যাওয়া সম্ভব। বিশেষ করে ধারণাগত চিন্তার যায়গায়”।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও সিজেডএমের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসপিএস এর নির্বাহী পরিচালক ড. মোঃ মিজানুর রহমান; পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ এবং স্বতন্ত্র পরামর্শক দেওয়ান এ এইচ আলমগীর।

স্বাগত বক্তব্য রাখেন যাকাত ফেয়ার আয়োজক কমিটির আহবায়ক ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব আরাস্তু খান।

একই দিন বিকেল তিনটায় মহিলাদের নিয়ে “সম্পদ ও আত্মার পরিশুদ্ধতায় যাকাত ও সাদাকাহ” শীর্ষক একটি বিশেষ সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

ফেয়ারের দ্বিতীয় দিন সকাল ১০ ঘটিকায় বরেণ্য ইমাম ও খতিবদের নিয়ে ‘মানব কল্যাণে যাকাত, উশর এবং ওয়াকফের গুরুত্ব’ শীর্ষক আরেকটি সেমিনার এবং বিকেল ৩ ঘটিকায় “Role of Islamic Social Finance in Reducing Inequalities” শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক অতিরিক্ত সচিব ড. শেখ আব্দুর রশীদের সঞ্চালনায় উক্ত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী। গোল টেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শাহনেওয়াজ নাজিমউদ্দিন আহমেদ।

এছাড়াও এতে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, চিন্তাবিদ ও নাগরিকগণ অংশ নিয়েছেন।উক্ত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন যে পৃথিবীর বেশীর ভাগ সম্পদ অল্প কিছু মানুষের কাছে কুক্ষিগত হয়ে আছে, সম্পদের এই অসম বণ্টনের কারনে মানুষ দরিদ্র থেকে আরও দরিদ্র হচ্ছে। যাকাত, ওয়াকফ, ওশরসহ ইসলামী সোশ্যাল ফাইনান্সের অন্যান্য ইন্সট্রুমেন্টস সম্পদের এই অসম বণ্টন রোধ করে একটি সুখী সমৃদ্ধ সমাজ গঠনে অবদান রাখতে পারে।

যাকাত ফেয়ারে ছিল বিভিন্ন যাকাত ও দাতব্য সংস্থা, ইসলামিক সোশাল ফাইনান্স ও বিভিন্ন প্রকাশনীর স্টল। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল যাকাতের সঠিক হিসাব নিরূপণ ও যাকাত সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানের জন্য কন্সালটেশন ডেস্ক। সর্বস্তরের জনগণ বিশেষ করে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা এ ফেয়ারে অংশগ্রহণ করেছেন।

এবারের যাকাত ফেয়ারের স্পন্সর করেছে এক্সিম ব্যাংক, রহিমআফরোজ, কোহিনুর ক্যামিকেল, রহিম ষ্টিলসহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলাভিশন, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দৈনিক বনিক বার্তা।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

শেষ হলো দ্বাদশ যাকাত ফেয়ার

আপডেট: ১১:৪৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪

‘মেকিং এ ডিফরেন্স উইথ যাকাত’ এই প্রতিপাদ্য নিয়ে ঢাকার তেজগাঁও লিংক রোডস্থ আলোকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ যাকাত ফেয়ার ২০২৪।

বিশিষ্ট অর্থনীতিবিদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান গতকাল শনিবার সকাল ১১.০০ এ ফেয়ার উদ্বোধন করেন।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত এ ফেয়ারের উদ্দেশ্য হচ্ছে সংগঠিত ও পরিকল্পিত উপায়ে যাকাত প্রদান, যাকাত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ এবং দারিদ্য বিমোচন সংক্রান্ত বিভিন্ন সংস্থার অভিজ্ঞতা বিনিময়।

“CZM’s Zakat-based Programs: A Pioneering Innovation for Poverty Alleviation” শীর্ষক উদ্বোধনী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. হোসেন জিল্লুর রহমান বলেন “আর্থিক ক্ষমতায়ন শুধুমাত্র অন্তর্ভুক্তি নয়, এটা সিজেডএম-এর দারিদ্র বিমোচন তথা জীবিকা প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। আমি মনে করি সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর কর্মকাণ্ড বিশ্ব পরিসরে আরো জোরালোভাবে নিয়ে যাওয়া সম্ভব। বিশেষ করে ধারণাগত চিন্তার যায়গায়”।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও সিজেডএমের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসপিএস এর নির্বাহী পরিচালক ড. মোঃ মিজানুর রহমান; পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ এবং স্বতন্ত্র পরামর্শক দেওয়ান এ এইচ আলমগীর।

স্বাগত বক্তব্য রাখেন যাকাত ফেয়ার আয়োজক কমিটির আহবায়ক ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব আরাস্তু খান।

একই দিন বিকেল তিনটায় মহিলাদের নিয়ে “সম্পদ ও আত্মার পরিশুদ্ধতায় যাকাত ও সাদাকাহ” শীর্ষক একটি বিশেষ সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

ফেয়ারের দ্বিতীয় দিন সকাল ১০ ঘটিকায় বরেণ্য ইমাম ও খতিবদের নিয়ে ‘মানব কল্যাণে যাকাত, উশর এবং ওয়াকফের গুরুত্ব’ শীর্ষক আরেকটি সেমিনার এবং বিকেল ৩ ঘটিকায় “Role of Islamic Social Finance in Reducing Inequalities” শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক অতিরিক্ত সচিব ড. শেখ আব্দুর রশীদের সঞ্চালনায় উক্ত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী। গোল টেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শাহনেওয়াজ নাজিমউদ্দিন আহমেদ।

এছাড়াও এতে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, চিন্তাবিদ ও নাগরিকগণ অংশ নিয়েছেন।উক্ত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন যে পৃথিবীর বেশীর ভাগ সম্পদ অল্প কিছু মানুষের কাছে কুক্ষিগত হয়ে আছে, সম্পদের এই অসম বণ্টনের কারনে মানুষ দরিদ্র থেকে আরও দরিদ্র হচ্ছে। যাকাত, ওয়াকফ, ওশরসহ ইসলামী সোশ্যাল ফাইনান্সের অন্যান্য ইন্সট্রুমেন্টস সম্পদের এই অসম বণ্টন রোধ করে একটি সুখী সমৃদ্ধ সমাজ গঠনে অবদান রাখতে পারে।

যাকাত ফেয়ারে ছিল বিভিন্ন যাকাত ও দাতব্য সংস্থা, ইসলামিক সোশাল ফাইনান্স ও বিভিন্ন প্রকাশনীর স্টল। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল যাকাতের সঠিক হিসাব নিরূপণ ও যাকাত সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানের জন্য কন্সালটেশন ডেস্ক। সর্বস্তরের জনগণ বিশেষ করে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা এ ফেয়ারে অংশগ্রহণ করেছেন।

এবারের যাকাত ফেয়ারের স্পন্সর করেছে এক্সিম ব্যাংক, রহিমআফরোজ, কোহিনুর ক্যামিকেল, রহিম ষ্টিলসহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলাভিশন, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দৈনিক বনিক বার্তা।

শেয়ার করুন