শ্রমিকদের অধিকার আদায়ের ইতিহাস দীর্ঘ সংগ্রাম ও শোষণের ইতিহাস : ড. হিলালী

- আপডেট: ১১:১৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / 4
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) উপজেলা জাতীয়বাদী শ্রমিক দলের আয়োজনে কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ছবি : ইউএনএ
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) উপজেলা জাতীয়বাদী শ্রমিক দলের আয়োজনে কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে র্যালী পূর্ববর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শামীমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, শ্রমিক ও শ্রমিকদের অধিকার আদায়ের ইতিহাস দীর্ঘ সংগ্রাম ও শোষণের ইতিহাস।
শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আমার ভাই, তোমারা আমার বন্ধু । ঐক্যবদ্ধ হয়ে থাকলে তোমাদের কেউ ঠকাতে পারবে না । তিনি আরো বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলের মতো এখন আর কারো চাঁদাবাজী করার সুযোগ নেই । সব শ্রেণি পেশার মানুষের হাত ধরেই নতুন বাংলাদেশ গড়ে তুলবো আমারা । আলোচনা সভা শেষে একটি বর্নাঢ্য র্যালী কেন্দুয়া পৌর শহরের একাধিক সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মজনু, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।