শ্রীবরদীতে ক্ষুদ্রায়তন চা আবাদ সম্প্রসারণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট: ০৩:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
- / 32
শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্রায়তন চা আবাদ সম্প্রসারণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি ইউএনএ
শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্রায়তন চা আবাদ সম্প্রসারণ বিষয়ক সংশ্লিষ্ঠ কর্মকর্তা ও অংশীজনদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষ সোমেশ্বরীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। এসময় তিনি বলেন, আমাদের পাহাড়ি এলাকায় চা চাষের উজ্বল সম্ভাবনা রয়েছে। চা শিল্পকে কেন্দ্র করে এখানে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ক্ষুদ্রায়তন চা আবাদ সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই কমিটির পরিচালক ও আহবায়ক ড. রফিকুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল। অন্যানের মাঝে বক্তব্য রাখেন বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া, তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুর রউফ মিয়া, সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামান প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।