১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের স্টিকারবিহীন যানবাহন প্রবেশ বন্ধের সিদ্ধান্ত

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 1

ফাইল ছবি 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখার স্টিকারবিহীন সব ধরনের যানবাহন সচিবালয়ে যাতে প্রবেশ করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যেসব গাড়ির স্টিকারের মেয়াদ শেষ হয়েছে, সেগুলোর প্রবেশ বন্ধেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব গাড়ির জন্য নতুন করে স্টিকার নেওয়ার জন্য বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান জানান, জননিরাপত্তা বিভাগ থেকে গত সপ্তাহে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য পূর্বে ইস্যু করা গাড়ির স্টিকার (আয়তাকার) যার মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে, সেসব স্টিকারযুক্ত গাড়ি এবং স্টিকারবিহীন সব ধরনের যানবাহন সচিবালয়ে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব গাড়ির স্টিকারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তা পরিবর্তন করে বর্তমানে ইস্যুকৃত (গোলাকার) স্টিকার নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের স্টিকারবিহীন যানবাহন প্রবেশ বন্ধের সিদ্ধান্ত

আপডেট: ০৭:০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

ফাইল ছবি 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখার স্টিকারবিহীন সব ধরনের যানবাহন সচিবালয়ে যাতে প্রবেশ করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যেসব গাড়ির স্টিকারের মেয়াদ শেষ হয়েছে, সেগুলোর প্রবেশ বন্ধেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব গাড়ির জন্য নতুন করে স্টিকার নেওয়ার জন্য বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান জানান, জননিরাপত্তা বিভাগ থেকে গত সপ্তাহে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য পূর্বে ইস্যু করা গাড়ির স্টিকার (আয়তাকার) যার মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে, সেসব স্টিকারযুক্ত গাড়ি এবং স্টিকারবিহীন সব ধরনের যানবাহন সচিবালয়ে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব গাড়ির স্টিকারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তা পরিবর্তন করে বর্তমানে ইস্যুকৃত (গোলাকার) স্টিকার নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়।

শেয়ার করুন