০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

“সজল স্পোর্টিং ক্লাব” এর ১৮ বছরে পদার্পন 

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট: ০৪:৪৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • / 74

সজল স্পোর্টিং ক্লাবের ১৮ বছর পদার্পন উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে স্মারক ট্রফি হাতে ক্লাবের সদস্যরা। ছবি:ইউএনএ 

প্রয়াত বন্ধুর স্মৃতি ধরে রাখতে ২০০৭ সালের জুন মাসে কিছু তরুণের হাত ধরে “সজল স্পোর্টিং ক্লাব” নামে একটি স্পোর্টস ক্লাব প্রতিষ্ঠা করা হয়।ক্লাবটি ১৭ বছর পার করে ১৮ বছরে পদার্পন করায় গত ০৭ জুন,২০২৪ তারিখে “ডি-বক্স স্পোর্টস কম্পলেক্সে” ক্লাবের সদস্যরা মিলে পুনর্মিলনী অনুষ্ঠান ও একটি প্রীতি ম্যাচের আয়োজন করে।ক্লাবের সদস্যরা লাল ও সাদা দু’দলে বিভক্ত হয়ে প্রীতি ম্যাচটি খেলে।উক্ত প্রীতি ম্যাচে লাল দল ১১ – ০৩ গোলে সাদা দলকে পরাজিত করে। লাল দলের হয়ে হ্যাটট্রিক করে জাহিদ,ইয়াছিন ও সজিব;আর ১টি করে গোল করে আকাশ ও আলাভী।অপরদিকে  সাদা দলের হয়ে মোক্তার ২ টি ও নাজমুল ১ টি গোল করে।অসাধারণ পারফরম্যান্স করায় ম্যাচ সেরা হয়েছে লাল দলের আকাশ।

অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক দায়িত্বে থাকা ক্লাবটির সদস্য এস এম সাকিব বলেন, সজল স্পোর্টিং ক্লাব আজ ১৭ বছর পূর্ণ করলো,ক্লাবের সদস্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত। এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের পুরনো বন্ধুদের সাথে অনেক বছর পর দেখা হলো।আজকের মুহূর্ত গুলো সবাই উপভোগ করেছে। আশাকরি প্রতি বছর ক্লাবের সদস্যরা এরকম অনুষ্ঠান আয়োজন করবে।এছাড়াও দীর্ঘ ১৭ বছর ধরে ক্লাবের সকল সদস্য ও যারা ক্লাবকে সমর্থন করে পাশে ছিলেন সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

সজল স্পোর্টিং ক্লাবের দীর্ঘ ১৭ বছরের পথচলা ও ভবিষ্যতে যেন অনেক দূর এগিয়ে যেতে পারে সে জন্য ইউএনএ পরিবারের পক্ষ থেকে রইলো শুভকামনা। 

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

“সজল স্পোর্টিং ক্লাব” এর ১৮ বছরে পদার্পন 

আপডেট: ০৪:৪৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪

সজল স্পোর্টিং ক্লাবের ১৮ বছর পদার্পন উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে স্মারক ট্রফি হাতে ক্লাবের সদস্যরা। ছবি:ইউএনএ 

প্রয়াত বন্ধুর স্মৃতি ধরে রাখতে ২০০৭ সালের জুন মাসে কিছু তরুণের হাত ধরে “সজল স্পোর্টিং ক্লাব” নামে একটি স্পোর্টস ক্লাব প্রতিষ্ঠা করা হয়।ক্লাবটি ১৭ বছর পার করে ১৮ বছরে পদার্পন করায় গত ০৭ জুন,২০২৪ তারিখে “ডি-বক্স স্পোর্টস কম্পলেক্সে” ক্লাবের সদস্যরা মিলে পুনর্মিলনী অনুষ্ঠান ও একটি প্রীতি ম্যাচের আয়োজন করে।ক্লাবের সদস্যরা লাল ও সাদা দু’দলে বিভক্ত হয়ে প্রীতি ম্যাচটি খেলে।উক্ত প্রীতি ম্যাচে লাল দল ১১ – ০৩ গোলে সাদা দলকে পরাজিত করে। লাল দলের হয়ে হ্যাটট্রিক করে জাহিদ,ইয়াছিন ও সজিব;আর ১টি করে গোল করে আকাশ ও আলাভী।অপরদিকে  সাদা দলের হয়ে মোক্তার ২ টি ও নাজমুল ১ টি গোল করে।অসাধারণ পারফরম্যান্স করায় ম্যাচ সেরা হয়েছে লাল দলের আকাশ।

অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক দায়িত্বে থাকা ক্লাবটির সদস্য এস এম সাকিব বলেন, সজল স্পোর্টিং ক্লাব আজ ১৭ বছর পূর্ণ করলো,ক্লাবের সদস্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত। এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের পুরনো বন্ধুদের সাথে অনেক বছর পর দেখা হলো।আজকের মুহূর্ত গুলো সবাই উপভোগ করেছে। আশাকরি প্রতি বছর ক্লাবের সদস্যরা এরকম অনুষ্ঠান আয়োজন করবে।এছাড়াও দীর্ঘ ১৭ বছর ধরে ক্লাবের সকল সদস্য ও যারা ক্লাবকে সমর্থন করে পাশে ছিলেন সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

সজল স্পোর্টিং ক্লাবের দীর্ঘ ১৭ বছরের পথচলা ও ভবিষ্যতে যেন অনেক দূর এগিয়ে যেতে পারে সে জন্য ইউএনএ পরিবারের পক্ষ থেকে রইলো শুভকামনা। 

শেয়ার করুন