০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
সন্ধ্যার মধ্যে ১৩ জেলায় ঝড়ের আশঙ্কা

ইউএনএ ডেস্ক
- আপডেট: ০৩:২৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- / 19
সন্ধ্যার মধ্যে দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। ফাইল ছবি
সন্ধ্যার মধ্যে দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।তাই নদীবন্দরগুলোর জন্য এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
শুক্রবার (৫ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে-টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড়ের আশঙ্কা রয়েছে।
দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী এই ঝড় হতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির কথাও সতর্কবার্তায় বলা হয়েছে