০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

সাত বছর মেয়াদী সুকুক বন্ডের অনুমোদন

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 1

সংগৃহীত ছবি

রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সড়ক প্রশস্তকরণ ও মজবুতকরণ প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে সরকার দুই হাজার কোটি টাকার ইসলামি বন্ড (সুকুক) ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। সাত বছর মেয়াদী সুকুক বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ জানায়, আগামী ১৯ মে ইসলামি সিকিউরিটিজ সেকেন্ডারি মার্কেটে এই বন্ডের তালিকাভুক্তি কার্যক্রম শুরু হবে। বন্ড ইস্যুর আনুষ্ঠানিকতা বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজন করা হবে।

বন্ডটির অভিহিত মূল্য দুই হাজার কোটি টাকা। এ বন্ডে বিনিয়োগকারীদের জন্য মুনাফা নির্ধারিত সময় অনুযায়ী পরিশোধ করা হবে। ইজারা পদ্ধতিতে সুকুক ইস্যু করা হবে যার মেয়াদোত্তীর্ণের তারিখ ২০৩২ সালের ২০ মে।

এ সুকুকে বিনিয়োগের বিপরীতে বিনিয়োগকারীদেরকে বার্ষিক ১০.৫০% হারে ভাড়া ষান্মাষিক ভিত্তিতে পরিশোধ করা হবে। বাংলাদেশ ব্যাংকের সাথে চলতি বা আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব রয়েছে এরূপ সকল ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি সরাসরি নিলামে অংশগ্রহণ করতে পারবে।

এছাড়া দেশি-বিদেশি ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারীসহ বিমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড বাংলাদেশ ব্যাংকের সাথে চলতি/আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব রয়েছে এমন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশগ্রহণ করতে পারবেন।

দেশি-বিদেশি ব্যক্তি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, পেনশন ও প্রভিডেন্ট ফান্ডসহ সব ধরনের প্রতিষ্ঠান এই সুকুকে বিনিয়োগ করতে পারবে। এছাড়া বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই বন্ড হস্তান্তর ও লেনদেন করতে পারবেন।

বন্ডটির দরপত্র গ্রহণ শুরু হবে আগামী ১৮ মে, সকাল ১০টায় এবং শেষ হবে ১৯ মে, দুপুর ১২টা ৩০ মিনিটে। ২০২৫ সালের ২০ মে নির্ধারণ করা হবে বন্ড ইস্যুর মুনাফার হার এবং বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটিজ হিসাবে লেনদেন সম্পন্ন করা হবে।

নিলামে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের সাথে রক্ষিত চলতি বা আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব বিকলন এবং সিকিউরিটিজ হিসাব আকলন করে এ লেনদেন সম্পন্ন করা হবে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সাত বছর মেয়াদী সুকুক বন্ডের অনুমোদন

আপডেট: ১০:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

সংগৃহীত ছবি

রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সড়ক প্রশস্তকরণ ও মজবুতকরণ প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে সরকার দুই হাজার কোটি টাকার ইসলামি বন্ড (সুকুক) ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। সাত বছর মেয়াদী সুকুক বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ জানায়, আগামী ১৯ মে ইসলামি সিকিউরিটিজ সেকেন্ডারি মার্কেটে এই বন্ডের তালিকাভুক্তি কার্যক্রম শুরু হবে। বন্ড ইস্যুর আনুষ্ঠানিকতা বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজন করা হবে।

বন্ডটির অভিহিত মূল্য দুই হাজার কোটি টাকা। এ বন্ডে বিনিয়োগকারীদের জন্য মুনাফা নির্ধারিত সময় অনুযায়ী পরিশোধ করা হবে। ইজারা পদ্ধতিতে সুকুক ইস্যু করা হবে যার মেয়াদোত্তীর্ণের তারিখ ২০৩২ সালের ২০ মে।

এ সুকুকে বিনিয়োগের বিপরীতে বিনিয়োগকারীদেরকে বার্ষিক ১০.৫০% হারে ভাড়া ষান্মাষিক ভিত্তিতে পরিশোধ করা হবে। বাংলাদেশ ব্যাংকের সাথে চলতি বা আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব রয়েছে এরূপ সকল ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি সরাসরি নিলামে অংশগ্রহণ করতে পারবে।

এছাড়া দেশি-বিদেশি ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারীসহ বিমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড বাংলাদেশ ব্যাংকের সাথে চলতি/আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব রয়েছে এমন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশগ্রহণ করতে পারবেন।

দেশি-বিদেশি ব্যক্তি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, পেনশন ও প্রভিডেন্ট ফান্ডসহ সব ধরনের প্রতিষ্ঠান এই সুকুকে বিনিয়োগ করতে পারবে। এছাড়া বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই বন্ড হস্তান্তর ও লেনদেন করতে পারবেন।

বন্ডটির দরপত্র গ্রহণ শুরু হবে আগামী ১৮ মে, সকাল ১০টায় এবং শেষ হবে ১৯ মে, দুপুর ১২টা ৩০ মিনিটে। ২০২৫ সালের ২০ মে নির্ধারণ করা হবে বন্ড ইস্যুর মুনাফার হার এবং বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটিজ হিসাবে লেনদেন সম্পন্ন করা হবে।

নিলামে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের সাথে রক্ষিত চলতি বা আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব বিকলন এবং সিকিউরিটিজ হিসাব আকলন করে এ লেনদেন সম্পন্ন করা হবে।

শেয়ার করুন