সাবেক এমপি শামীমা ও হাসিনার সহকারী প্রেস সচিব বিটু গ্রেফতার

- আপডেট: ১১:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / 1
সাবেক এমপি শামীমা ও হাসিনার সহকারী প্রেস সচিব বিটু -ছবি- সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কৃষকলীগ নেত্রী অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ মে) রাজধানীর ঝিগাতলা থেকে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টাসহ নানা অভিযোগে শামীমা ও বিটুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে শামীমা পলাতক ছিলেন। এলাকায় কোনোভাবে তাকে পাওয়া যাচ্ছিল না। অবশেষে ডিবি তথ্য পায় শামীমা জিগাতলা এলাকার একটি বাসায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়াও একই সময়ে শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটুকে গ্রেফতার করে ডিবি।
আশরাফ সিদ্দিকী বিটু ২০১৭ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। পরবর্তীকালে ২০২১ সালে তার চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়।
তবে ২০২২ সালের ২১ জুলাই তার নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে ওই পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। যদিও সেসময় তার চাকরি ছাড়ার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।