০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

সাবেক সেনাপ্রধানকে অন্য একটি আইনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ০৬:২০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • / 20

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে ঘোষিত মার্কিন ভিসানীতির অধীনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে আমাদের মিশনকে আগেই অবহিত করেছিল। এটি প্রকাশ্যে সবাইকে জানানোর আগে তারা আমাদের জানিয়েছিল।

মঙ্গলবার (২১ মে) দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতের পর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এই নিষেধাজ্ঞার কারণে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

জেনারেল আজিজের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “ভিসানীতি কারও ওপর প্রয়োগ করা হয়েছে বলে আমার জানা নেই। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটি অন্য একটি আইনের অধীনে।

সরকার কোনো ব্যবস্থা নেবে কি-না জানতে চাইলে তিনি বলেন, “এটি আর্মির বিষয়, সেনাবাহিনীর বিষয়; আমি এ মুহূর্তে কিছু বলতে চাই না।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সাবেক সেনাপ্রধানকে অন্য একটি আইনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: ০৬:২০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে ঘোষিত মার্কিন ভিসানীতির অধীনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে আমাদের মিশনকে আগেই অবহিত করেছিল। এটি প্রকাশ্যে সবাইকে জানানোর আগে তারা আমাদের জানিয়েছিল।

মঙ্গলবার (২১ মে) দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতের পর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এই নিষেধাজ্ঞার কারণে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

জেনারেল আজিজের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “ভিসানীতি কারও ওপর প্রয়োগ করা হয়েছে বলে আমার জানা নেই। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটি অন্য একটি আইনের অধীনে।

সরকার কোনো ব্যবস্থা নেবে কি-না জানতে চাইলে তিনি বলেন, “এটি আর্মির বিষয়, সেনাবাহিনীর বিষয়; আমি এ মুহূর্তে কিছু বলতে চাই না।

শেয়ার করুন