সায়েন্স ল্যাবে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, যান চলাচল বন্ধ

- আপডেট: ০৩:৪৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
- / 21
সায়েন্স ল্যাবে দু’পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, যান চলাচল বন্ধ। ছবি : সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সায়েন্স ল্যাবে শিক্ষার্থী এবং ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া চলছে।
মঙ্গলবার দুপুর ১২টায় শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকায় অবরোধ করেন। এরপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা, স্ট্যাম্প, লোহার পাইপ নিয়ে বেরিয়ে আসেন। দুপুর পৌনে তিনটা পর্যন্ত ধাওয়া-সংঘর্ষ চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করন। এ সময় তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। পরে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা লাঠি-সোঁটা, রড, স্ট্যাম্প নিয়ে এলিফ্যান্ট রোডে এগিয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেন। এরপর ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরাও শিক্ষার্থীদের ধাওয়া দেন। পরে সংঘর্ষের ঘটনা ঘটে।