০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

সিঁথি ভর্তি সিঁদুর পরে কানে হাজির ঐশ্বরিয়া

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ১২:৫৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 2

ঐশ্বরিয়ার পরনে সাদা বেনারসি, গলায় চুনির হার, খোলা চুলে সিঁথি ভরা সিঁদুর -ছবি : ফাইল ফটো

১৪ মে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। কোন তারকার কেমন সাজ-পোশাক তা জানতে উৎসুক দর্শক। প্রতিবারের মতো এ বছরও সেই আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। ফি বছরই দর্শকদের বাড়তি উৎসাহ থাকে ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে। চলতি বছর কানে তার সাজ যেন মুগ্ধ করেছে ভক্ত অনুরাগীদের।

পরনে সাদা বেনারসি, গলায় চুনির হার, খোলা চুলে সিঁথি ভরা সিঁদুর। গত প্রায় দেড় বছর ধরে স্বামী অভিষেকের সঙ্গে বিচ্ছেদের যে জল্পনা চলছিল তারই যেন যোগ্য জবাব দিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। এদিকে বৌমার এমন সাজ দেখে রহস্যময় পোস্টে কিসের ইঙ্গিত দিলেন অমিতাভ?

ঐশ্বরিয়ার এ বছরের কান-সাজে ছিল ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। কেউ বলছেন সম্প্রতি ঘটে যাওয়া অপারেশন সিঁদুরের প্রতি সম্মান প্রদর্শনে এমন সেজেছেন বচ্চন বধূ।

এরই মধ্যে বছর দুয়েক ধরে ঐশ্বরিয়ার সঙ্গে বচ্চন পরিবারের দূরত্ব বাড়ছে খবর ছড়াচ্ছে। কুলুপ ছিল বচ্চন পরিবারের মুখে। বৌমার কানের সাজ দেখার ঘণ্টা খানেকের মধ্যে একটি পোস্ট দেন শ্বশুর অমিতাভ। কিন্তু পোস্টে তেমন কিছুই লেখেননি কেবলই লেখা ছিল কত তম পোস্ট, সেই সংখ্যা। মাঝে মাঝেই অমিতাভ এই ধরনে রহস্যময় পোস্ট করে থাকেন।

সম্প্রতি পহেলগাঁও কাণ্ডের পরও এমনই একটি পোস্ট দিয়েছিলেন। কিছু না বলেও নিজের অস্তিত্বের জানান দিয়েছিলেন কেবলমাত্র। এ বারও সেই পন্থাই নিলেন।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সিঁথি ভর্তি সিঁদুর পরে কানে হাজির ঐশ্বরিয়া

আপডেট: ১২:৫৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

ঐশ্বরিয়ার পরনে সাদা বেনারসি, গলায় চুনির হার, খোলা চুলে সিঁথি ভরা সিঁদুর -ছবি : ফাইল ফটো

১৪ মে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। কোন তারকার কেমন সাজ-পোশাক তা জানতে উৎসুক দর্শক। প্রতিবারের মতো এ বছরও সেই আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। ফি বছরই দর্শকদের বাড়তি উৎসাহ থাকে ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে। চলতি বছর কানে তার সাজ যেন মুগ্ধ করেছে ভক্ত অনুরাগীদের।

পরনে সাদা বেনারসি, গলায় চুনির হার, খোলা চুলে সিঁথি ভরা সিঁদুর। গত প্রায় দেড় বছর ধরে স্বামী অভিষেকের সঙ্গে বিচ্ছেদের যে জল্পনা চলছিল তারই যেন যোগ্য জবাব দিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। এদিকে বৌমার এমন সাজ দেখে রহস্যময় পোস্টে কিসের ইঙ্গিত দিলেন অমিতাভ?

ঐশ্বরিয়ার এ বছরের কান-সাজে ছিল ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। কেউ বলছেন সম্প্রতি ঘটে যাওয়া অপারেশন সিঁদুরের প্রতি সম্মান প্রদর্শনে এমন সেজেছেন বচ্চন বধূ।

এরই মধ্যে বছর দুয়েক ধরে ঐশ্বরিয়ার সঙ্গে বচ্চন পরিবারের দূরত্ব বাড়ছে খবর ছড়াচ্ছে। কুলুপ ছিল বচ্চন পরিবারের মুখে। বৌমার কানের সাজ দেখার ঘণ্টা খানেকের মধ্যে একটি পোস্ট দেন শ্বশুর অমিতাভ। কিন্তু পোস্টে তেমন কিছুই লেখেননি কেবলই লেখা ছিল কত তম পোস্ট, সেই সংখ্যা। মাঝে মাঝেই অমিতাভ এই ধরনে রহস্যময় পোস্ট করে থাকেন।

সম্প্রতি পহেলগাঁও কাণ্ডের পরও এমনই একটি পোস্ট দিয়েছিলেন। কিছু না বলেও নিজের অস্তিত্বের জানান দিয়েছিলেন কেবলমাত্র। এ বারও সেই পন্থাই নিলেন।

শেয়ার করুন