১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

সেতু থেকে বাস নদীতে পড়ে ৩১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট: ১১:২৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / 28

স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে দেশটির মালিয়ান শহর কেনিয়েবা থেকে বুরকিনা ফাসো যাওয়ার পথে বাগোই নদী সেতু থেকে নিচে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি।পরবর্তীতে ৩১ জন নিহত হয়েছে বলে জানা যায়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।  প্রতিবেদনে বলা হয়েছে, ওই সড়ক দুর্ঘটনায় আরও আহত হয়েছেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।চালক গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে সেতু থেকে বাসটি নদীতে পড়ে যায় বলে ধারণা স্থানীয় কর্মকর্তাদের।

মালির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘কেনিয়েবা থেকে বুরকিনা ফাসোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস সেতু থেকে ছিটকে পড়ে।সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এতে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে মালিয়ান এবং পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, পশ্চিম আফ্রিকার দেশটিতে প্রায়শই বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। এর অন্যতম কারণ, দেশটির অনেক রাস্তার বেহাল দশা ও ফিটনেসহীন যানবাহনের চলাচল। পাশাপাশি ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ওঠানো এবং গণপরিবহনে নিয়মকানুন মানতে শিথিলতাও মালিতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সেতু থেকে বাস নদীতে পড়ে ৩১ জন নিহত

আপডেট: ১১:২৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪

স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে দেশটির মালিয়ান শহর কেনিয়েবা থেকে বুরকিনা ফাসো যাওয়ার পথে বাগোই নদী সেতু থেকে নিচে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি।পরবর্তীতে ৩১ জন নিহত হয়েছে বলে জানা যায়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।  প্রতিবেদনে বলা হয়েছে, ওই সড়ক দুর্ঘটনায় আরও আহত হয়েছেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।চালক গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে সেতু থেকে বাসটি নদীতে পড়ে যায় বলে ধারণা স্থানীয় কর্মকর্তাদের।

মালির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘কেনিয়েবা থেকে বুরকিনা ফাসোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস সেতু থেকে ছিটকে পড়ে।সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এতে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে মালিয়ান এবং পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, পশ্চিম আফ্রিকার দেশটিতে প্রায়শই বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। এর অন্যতম কারণ, দেশটির অনেক রাস্তার বেহাল দশা ও ফিটনেসহীন যানবাহনের চলাচল। পাশাপাশি ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ওঠানো এবং গণপরিবহনে নিয়মকানুন মানতে শিথিলতাও মালিতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ।

শেয়ার করুন