১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশায় উড়োজাহাজ চলাচলে বিঘ্ন

সৈয়দপুর প্রতিনিধি
- আপডেট: ১২:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / 16
– সৈয়দপুর বিমানবন্দর এলাকায় ঘন কুয়াশা । ছবি : সংগৃহীত
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে তিনটি ফ্লাইট নামতে পারেনি। এতে শিডিউল বিপর্যয়ে আজ সোমবার সকাল থেকে দুর্ভোগে পড়েছেন উড়োজাহাজের যাত্রীরা। তাঁদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, এলাকাটিতে তীব্র কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। আজ সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং দৃষ্টিসীমা ছিল ৩০০ মিটার। উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে ২০০০ মিটার ভিজিবিলিটির প্রয়োজন হয়।