০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

স্টার সিনেপ্লেক্সের সঙ্গে প্রযোজকদের সমঝোতা

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ১০:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 3

আলোচনা শেষে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে প্রযোজকেরা- ছবি: সংগৃহীত

প্রেক্ষাগৃহ থেকে টিকিট বিক্রির সঠিক হিসাব পাওয়া যায় না প্রযোজকদের এমন অভিযোগ বেশ পুরোনো। সিনেপ্লেক্স আসার পর টিকিট বিক্রির হিসাব যদিও পাওয়া গেল কিন্তু অন্যান্য হিসাব নিয়ে খুশি নন তারা।

তাদের দাবি, টিকিট বিক্রি থেকে আয়ের ন্যায্য অংশ পাওয়া যাচ্ছে না। তাই টিকিট বিক্রির অর্থের পুনর্বণ্টনের দাবি জানিয়ে তিনটি প্রস্তাব দিয়ে প্রযোজকদের পক্ষে স্টার সিনেপ্লেক্সকে চিঠি দেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের এমডি শাহরিয়ার শাকিল। বৃহস্পতিবার আলোচনা শেষে স্টার সিনেপ্লেক্সের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন প্রযোজকেরা। আশা করছেন, এখন থেকে সিনেমা প্রদর্শনীর ন্যায্য অংশ পাবেন তারা।

এ বিষয়ে জানতে শাহরিয়ার শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রযোজকেরা টিকিট বিক্রির যে অংশ পাচ্ছিল তা সন্তোষজনক ছিল না। সিনেমা, হল রক্ষণাবেক্ষণ, এসিসহ নানা বিষয়ে হল কর্তৃপক্ষের যে র‍েশিও ছিল তার সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। প্রদর্শক ও প্রযোজক একে অপরের পরিপূরক। তিন-চার দিন ধরে স্টার সিনেপ্লেক্সের সঙ্গে প্রায় ২০ জন প্রযোজক আলোচনা করেছি। বৈঠক শেষে আমরা একটি ইতিবাচক জায়গায় পৌঁছাতে পেরেছি যেটা খুব জরুরি ছিল।

সমাধানে পৌঁছালেও টিকিট বিক্রি থেকে কী পরিমাণ অর্থ ভাগাভাগি করা হবে তা খোলাসা করেননি শাহরিয়ার শাকিল। তিনি বলেন, নির্দিষ্ট একটি রেশিও চূড়ান্ত করা হয়েছে। কিন্তু আমরা এখন মেনশন করতে চাইছি না। এটুকু বলতে পারি নতুন একটি বিজনেস মডেল তৈরি হয়েছে।

টিকিট বিক্রি কীভাবে আরও স্বচ্ছ ও আধুনিক করা সম্ভব এবং সিনেমা বানানোর ক্ষেত্রে আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে, সেগুলো কীভাবে পালন করা যায় তা নিয়েও কথা হয়েছে। সব মিলিয়ে এমন একটা জায়গায় পৌঁছাতে পেরেছি যা উভয় পক্ষের জন্য ইতিবাচক।

অন্যান্য সিনেপ্লেক্সের সঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে শাকিল বলেন, আমাদের মূল ইস্যু ছিল স্টার সিনেপ্লেক্সের সঙ্গে। অন্যদের সঙ্গে এখনো কথা হয়নি। তাদের সঙ্গেও কথা হবে। যেখানে মনে হবে আলোচনা করে সমাধানের সুযোগ রয়েছে সেখানে দ্বিপক্ষীয় আলোচনা করে সমাধান করব।

অন্যদিকে প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, এখন থেকে স্টার সিনেপ্লেক্স একজন প্রযোজককে কাউন্টার সেলের ওপর প্রথম সপ্তাহে ৩১ শতাংশ, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে ৩০ শতাংশ, চতুর্থ সপ্তাহে ২৭ শতাংশ এবং পঞ্চম সপ্তাহ থেকে যত দিন সিনেমাটি চলবে। ততদিন ২৫ শতাংশ করে শেয়ার মানি দেবে। হল মেইনটেন্যান্স চার্জ বা এসি চার্জ, সরকারি ট্যাক্সসহ অন্য সব খরচ এখন থেকে হল কর্তৃপক্ষ বহন করবে। আগে টিকিটের নেট মূল্যের ওপর শেয়ার মানি নির্ধারণ করত স্টার সিনেপ্লেক্স।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

স্টার সিনেপ্লেক্সের সঙ্গে প্রযোজকদের সমঝোতা

আপডেট: ১০:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

আলোচনা শেষে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে প্রযোজকেরা- ছবি: সংগৃহীত

প্রেক্ষাগৃহ থেকে টিকিট বিক্রির সঠিক হিসাব পাওয়া যায় না প্রযোজকদের এমন অভিযোগ বেশ পুরোনো। সিনেপ্লেক্স আসার পর টিকিট বিক্রির হিসাব যদিও পাওয়া গেল কিন্তু অন্যান্য হিসাব নিয়ে খুশি নন তারা।

তাদের দাবি, টিকিট বিক্রি থেকে আয়ের ন্যায্য অংশ পাওয়া যাচ্ছে না। তাই টিকিট বিক্রির অর্থের পুনর্বণ্টনের দাবি জানিয়ে তিনটি প্রস্তাব দিয়ে প্রযোজকদের পক্ষে স্টার সিনেপ্লেক্সকে চিঠি দেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের এমডি শাহরিয়ার শাকিল। বৃহস্পতিবার আলোচনা শেষে স্টার সিনেপ্লেক্সের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন প্রযোজকেরা। আশা করছেন, এখন থেকে সিনেমা প্রদর্শনীর ন্যায্য অংশ পাবেন তারা।

এ বিষয়ে জানতে শাহরিয়ার শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রযোজকেরা টিকিট বিক্রির যে অংশ পাচ্ছিল তা সন্তোষজনক ছিল না। সিনেমা, হল রক্ষণাবেক্ষণ, এসিসহ নানা বিষয়ে হল কর্তৃপক্ষের যে র‍েশিও ছিল তার সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। প্রদর্শক ও প্রযোজক একে অপরের পরিপূরক। তিন-চার দিন ধরে স্টার সিনেপ্লেক্সের সঙ্গে প্রায় ২০ জন প্রযোজক আলোচনা করেছি। বৈঠক শেষে আমরা একটি ইতিবাচক জায়গায় পৌঁছাতে পেরেছি যেটা খুব জরুরি ছিল।

সমাধানে পৌঁছালেও টিকিট বিক্রি থেকে কী পরিমাণ অর্থ ভাগাভাগি করা হবে তা খোলাসা করেননি শাহরিয়ার শাকিল। তিনি বলেন, নির্দিষ্ট একটি রেশিও চূড়ান্ত করা হয়েছে। কিন্তু আমরা এখন মেনশন করতে চাইছি না। এটুকু বলতে পারি নতুন একটি বিজনেস মডেল তৈরি হয়েছে।

টিকিট বিক্রি কীভাবে আরও স্বচ্ছ ও আধুনিক করা সম্ভব এবং সিনেমা বানানোর ক্ষেত্রে আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে, সেগুলো কীভাবে পালন করা যায় তা নিয়েও কথা হয়েছে। সব মিলিয়ে এমন একটা জায়গায় পৌঁছাতে পেরেছি যা উভয় পক্ষের জন্য ইতিবাচক।

অন্যান্য সিনেপ্লেক্সের সঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে শাকিল বলেন, আমাদের মূল ইস্যু ছিল স্টার সিনেপ্লেক্সের সঙ্গে। অন্যদের সঙ্গে এখনো কথা হয়নি। তাদের সঙ্গেও কথা হবে। যেখানে মনে হবে আলোচনা করে সমাধানের সুযোগ রয়েছে সেখানে দ্বিপক্ষীয় আলোচনা করে সমাধান করব।

অন্যদিকে প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, এখন থেকে স্টার সিনেপ্লেক্স একজন প্রযোজককে কাউন্টার সেলের ওপর প্রথম সপ্তাহে ৩১ শতাংশ, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে ৩০ শতাংশ, চতুর্থ সপ্তাহে ২৭ শতাংশ এবং পঞ্চম সপ্তাহ থেকে যত দিন সিনেমাটি চলবে। ততদিন ২৫ শতাংশ করে শেয়ার মানি দেবে। হল মেইনটেন্যান্স চার্জ বা এসি চার্জ, সরকারি ট্যাক্সসহ অন্য সব খরচ এখন থেকে হল কর্তৃপক্ষ বহন করবে। আগে টিকিটের নেট মূল্যের ওপর শেয়ার মানি নির্ধারণ করত স্টার সিনেপ্লেক্স।

শেয়ার করুন