০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে দুর্ব্যবহারের নিন্দা ও প্রতিবাদ ড্যাবের

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • / 17

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে কতিপয় ব্যক্তির দুর্ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। মঙ্গলবার (২০ আগস্ট) ড্যাবের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মহাখালী হাসপাতালে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা বিগত ফ্যাসিস্ট সৈরাচারী সরকারের দোসর, উচ্চপদে আসীন ও সুবিধাভোগী অধ্যাপক ডা. রোবেদ আমিনের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের দাবিতে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে কথা বলতে যান। এমতাবস্থায় কতিপয় ব্যক্তি উপদেষ্টার সঙ্গে অসৌজন্য আচরণ করেন, যা মোটেও কাম্য নয়।

এ ঘটনায় ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা জানিয়েছেন ড্যাবের কোনো চিকিৎসক উক্ত ঘটনার সঙ্গে জড়িত নন। যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরও উল্লেখ করা হয়, সোমবার ড্যাবের কোনো সাংগঠনিক প্রোগ্রাম ছিল না। আমরা স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি এবং এই অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য খাতকে বিনির্মাণের জন্য যেসব গঠনমূলক পদক্ষেপ নেবে ড্যাব তাতে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করে যাবে। একই সঙ্গে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর নয় এমন একজন সৎ ও যোগ্য চিকিৎসককে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদে পদায়নে স্বাস্থ্য উপদেষ্টার প্রতি বিনীত অনুরোধ। যিনি স্বাস্থ্য সেক্টরকে দক্ষ জনশক্তি দ্বারা নতুনভাবে ঢেলে সাজাতে পারেন এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন।

 

 

 

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে দুর্ব্যবহারের নিন্দা ও প্রতিবাদ ড্যাবের

আপডেট: ০৯:৫৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে কতিপয় ব্যক্তির দুর্ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। মঙ্গলবার (২০ আগস্ট) ড্যাবের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মহাখালী হাসপাতালে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা বিগত ফ্যাসিস্ট সৈরাচারী সরকারের দোসর, উচ্চপদে আসীন ও সুবিধাভোগী অধ্যাপক ডা. রোবেদ আমিনের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের দাবিতে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে কথা বলতে যান। এমতাবস্থায় কতিপয় ব্যক্তি উপদেষ্টার সঙ্গে অসৌজন্য আচরণ করেন, যা মোটেও কাম্য নয়।

এ ঘটনায় ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা জানিয়েছেন ড্যাবের কোনো চিকিৎসক উক্ত ঘটনার সঙ্গে জড়িত নন। যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরও উল্লেখ করা হয়, সোমবার ড্যাবের কোনো সাংগঠনিক প্রোগ্রাম ছিল না। আমরা স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি এবং এই অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য খাতকে বিনির্মাণের জন্য যেসব গঠনমূলক পদক্ষেপ নেবে ড্যাব তাতে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করে যাবে। একই সঙ্গে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর নয় এমন একজন সৎ ও যোগ্য চিকিৎসককে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদে পদায়নে স্বাস্থ্য উপদেষ্টার প্রতি বিনীত অনুরোধ। যিনি স্বাস্থ্য সেক্টরকে দক্ষ জনশক্তি দ্বারা নতুনভাবে ঢেলে সাজাতে পারেন এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন।

 

 

 

 

শেয়ার করুন