হরিজন নিয়ে ৩ দিনের আলোকচিত্র প্রশিক্ষণ, ১৫০ ছবি প্রদর্শনী

- আপডেট: ০১:৪৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / 16
–বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে হরিজন সম্প্রদায়কে নিয়ে অনুষ্ঠিত আলোকচিত্র প্রশিক্ষণ প্রদর্শনী পরিদর্শন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। ছবি : ইউএনএ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে হরিজন সম্প্রদায়কে নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রশিক্ষণ; প্রদর্শনীতে ওঠে এলো ১৫০ মোবাইল ছবি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ প্রদর্শনী পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এই প্রশিক্ষণ ‘আমাদের গল্প আমরাই বলবো’ প্রকল্পের অংশ, যা শ্রমজীবী মানুষের অভিজ্ঞতাকে আলোকচিত্রের মাধ্যমে উপস্থাপন এবং নাগরিক সাংবাদিকতাকে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে।
পরবর্তী প্রশিক্ষণ ও প্রদর্শনী আগামী ১৩-১৫ ডিসেম্বর কমলাপুর রেল স্টেশনে কুলি সম্প্রদায়ের, ১৫-১৭ ডিসেম্বর সেগুনবাগিচায় গৃহশ্রমিকদের, ২৪-২৬ ডিসেম্বর পূর্ব বাড্ডায় রিকশা শ্রমিকদের এবং ২৭-২৯ ডিসেম্বর আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হবে।