১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫

হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 5

হাসনাত আবদুল্লাহ – ছবি : সংগৃহীত

গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১ মে) দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত এ দাবি তোলেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘আওয়ামী লীগের কেউ আর নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রাখে না। আসন্ন নির্বাচন পরিচালনার জন্য নতুন যে নির্বাচন কমিশন গঠিত হবে তার উচিত হবে এই বিষয়ে দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া। তিনি হুঁশিয়ার করে বলেন, যদি ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা করা হয় তবে তা জনগণ প্রাতিষ্ঠানিকভাবে প্রতিহত করবে।

পোস্টে তিনি আরও লিখেছেন, আজ (শুক্রবার) বিকাল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার আওয়ামী লীগের বিচারসহ বিভিন্ন দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি

আপডেট: ১১:৩২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

হাসনাত আবদুল্লাহ – ছবি : সংগৃহীত

গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১ মে) দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত এ দাবি তোলেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘আওয়ামী লীগের কেউ আর নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রাখে না। আসন্ন নির্বাচন পরিচালনার জন্য নতুন যে নির্বাচন কমিশন গঠিত হবে তার উচিত হবে এই বিষয়ে দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া। তিনি হুঁশিয়ার করে বলেন, যদি ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা করা হয় তবে তা জনগণ প্রাতিষ্ঠানিকভাবে প্রতিহত করবে।

পোস্টে তিনি আরও লিখেছেন, আজ (শুক্রবার) বিকাল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার আওয়ামী লীগের বিচারসহ বিভিন্ন দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে।

শেয়ার করুন