০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
হেলাল হাফিজ ছিলেন স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদের এক উজ্জ্বল প্রতীক : ড. ইউনূস

ইউএনএ ডেস্ক
- আপডেট: ০৭:৫১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / 13
-বাঁ থেকে ড. মুহাম্মদ ইউনূস ও হেলাল হাফিজ। ছবি : সংগৃহীত
বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী কবি হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ শুক্রবার (১৪ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, কবি হেলাল হাফিজের প্রয়াণ বাংলা ভাষা ও সাহিত্যের জন্য এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে। তার কবিতা দ্রোহ, প্রেম এবং স্বাধীনচেতা ভাবনার প্রতীক হয়ে থাকবে।
ড. ইউনূস বলেন, তরুণ প্রজন্মের প্রেরণা হিসেবে হেলাল হাফিজ ছিলেন অনন্য। তার সৃষ্টিশীল কাজ এবং সাহসী উচ্চারণ চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি কবির আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।