১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে সাড়ে ১৬ হাজার কোটি টাকা

- আপডেট: ০৯:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / 13
বাংলাদেশ বাংক। ছবি : সংগৃহীত
ডিসেম্বরের প্রথম ১৪ দিনে বাংলাদেশে এসেছে ১৩৮ কোটি ১৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা টাকার অঙ্কে প্রায় ১৬,৫২০ কোটি (প্রতি ডলার ১১৯.৬০ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যে জানা গেছে, এ সময়ে দৈনিক গড়ে ৯ কোটি ৮৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত নভেম্বরের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ৭৬ লাখ ডলার, আর অক্টোবরের একই সময়ে এসেছিল ১১২ কোটি ৮৪ লাখ ডলার। তুলনায় ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ৭৫ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৬ কোটি ৯৩ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮৬ কোটি ৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৩৯ লাখ ডলার।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে রেমিট্যান্স ছিল ৬১ কোটি ৬৫ লাখ ডলার। এরপর ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে তা বেড়ে দাঁড়ায় ৭৬ কোটি ৪৯ লাখ ডলারে।
এর আগে, জুন মাসে সর্বোচ্চ ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসে। তবে জুলাই মাসে তা কমে দাঁড়ায় ১৯১ কোটি ডলারে, যা ছিল প্রায় এক বছরের মধ্যে সর্বনিম্ন। আগস্টে রেমিট্যান্স বেড়ে হয় ২২২ কোটি ১৩ লাখ ডলার, সেপ্টেম্বরে সর্বোচ্চ ২৪০ কোটি ৪৮ লাখ ডলার এবং অক্টোবরে ছিল ২৩৯ কোটি ৫০ লাখ ডলার। নভেম্বরে এ পরিমাণ দাঁড়ায় ২১৯ কোটি ৯৫ লাখ ডলারে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক অর্থনৈতিক ব্যবস্থাপনার উন্নতির কারণে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে।