১৯৯৮ সালে ইলন মাস্কের ইন্টারনেট নিয়ে ভবিষ্যদ্বাণী আজ বাস্তবে রূপ নিয়েছে

- আপডেট: ০২:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / 13
ইলন মাস্ক। ছবি : সংগৃহীত
টেক উদ্যোক্তা ইলন মাস্কের ১৯৯৮ সালের একটি ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ তাঁর দেওয়া একটি সাক্ষাৎকারের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সিবিএস সানডে মর্নিং-এ দেওয়া সেই সাক্ষাৎকারে মাস্ক বলেছিলেন, ইন্টারনেট হবে এমন একটি মাধ্যম, যা সব প্রচলিত মাধ্যম—মুদ্রণ, সম্প্রচার এবং রেডিও—একত্রিত করবে। এটি ব্যবহারকারীদের নিজের ইচ্ছেমতো যেকোনো সময় এবং যেভাবে চান, সেইভাবে কনটেন্ট নির্বাচন করার সুযোগ দেবে।
১৯৯৮ সালে, যখন ইন্টারনেট কেবল ইমেইল এবং সাধারণ ওয়েবসাইট ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তখন মাস্কের এমন মন্তব্যকে অনেকেই অবাস্তব বা পাগলামি বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে ২০২৪ সালে এসে সেই ভবিষ্যদ্বাণী অনেকাংশেই বাস্তব হয়ে উঠেছে।
আজ ইন্টারনেট বৈশ্বিক যোগাযোগ এবং বিনোদনের কেন্দ্রে অবস্থান করছে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যেমন নেটফ্লিক্স, ইউটিউব এবং স্পটিফাই টিভি ও রেডিওর বিকল্প হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মানুষের যোগাযোগ এবং কনটেন্ট শেয়ারিংয়ের ধরন বদলে দিয়েছে। এছাড়া মানুষ এখন নিজেদের ইচ্ছেমতো কনটেন্ট নির্বাচন করতে পারে, যা মাস্কের দ্বিমুখী যোগাযোগ মাধ্যম-এর ধারণার সঙ্গে মিলে যায়।
ভিডিওটি শেয়ার করে মাস্ক নিজে বলেছেন, ১৯৯৮ সালে যখন আমি এই ভবিষ্যদ্বাণী করেছিলাম, তখন সবাই আমাকে পাগল বলেছিল।কেউ মাস্কের এই মন্তব্যকে দূরদর্শিতার প্রমাণ বলে প্রশংসা করেছেন, আবার কেউ মজা করে বলছেন, আপনি হয়তো ভবিষ্যৎ থেকে এসেছেন। যদিও সমালোচকরা এটিকে কেবল সৌভাগ্যবশত সঠিক অনুমান বলে উল্লেখ করেছেন, তবু এটি আধুনিক প্রযুক্তি বিকাশের একটি নিখুঁত পূর্বাভাস হিসেবে বিবেচিত হচ্ছে।