০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা ইউনূস

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • / 23

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে আগামী জাতীয় নির্বাচন ২০২৫ সালের শেষ ভাগ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই তথ্য জানান। ভাষণটি একযোগে সম্প্রচার করে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড।

অধ্যাপক ইউনূস জানান, ভোটার তালিকা সঠিকভাবে প্রস্তুত করা এবং প্রয়োজনীয় কিছু সংস্কার কার্যক্রম শেষ করার ভিত্তিতে ২০২৫ সালের শেষদিকে নির্বাচন আয়োজন সম্ভব হতে পারে। তবে, যদি নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনী প্রক্রিয়ায় আরও বিস্তৃত সংস্কার আনা হয়, তাহলে ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে।

তিনি বলেন, আমাদের মূল কাজ হলো একটি সঠিক ও আপডেটেড ভোটার তালিকা তৈরি করা। গত তিনটি নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের সুযোগ ছিল না, ফলে এই কাজ আরও কঠিন হয়েছে। গত ১৫ বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন তাদের সবার নাম নিশ্চিত করতে হবে। তরুণ ভোটারদের জন্য এটি একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে।

তিনি আরও বলেন, আমি চাই এবারের নির্বাচনে তরুণ ভোটাররা সর্বোচ্চ সংখ্যায় অংশগ্রহণ করুক। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো যেন এই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করে। একটি ঐতিহ্য গড়ে তুলতে হবে যাতে সব নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত হয়। এ ধরনের প্রচেষ্টা ভবিষ্যতে ভোটাধিকার রক্ষায় সহায়ক হবে।

প্রবাসীদের ভোটাধিকারের প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীদের ভোটদানের বিষয়টি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। আমরা এবার এটি বাস্তবায়নের উদ্যোগ নিতে চাই। তবে এ ধরনের পরিবর্তন ও সংস্কারের জন্য সময় এবং সুপরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন।

প্রধান উপদেষ্টা জাতিকে আশ্বস্ত করেন যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং তিনি সকলকে এই প্রক্রিয়ায় সহায়তা করার আহ্বান জানান।

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা ইউনূস

আপডেট: ০৭:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে আগামী জাতীয় নির্বাচন ২০২৫ সালের শেষ ভাগ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই তথ্য জানান। ভাষণটি একযোগে সম্প্রচার করে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড।

অধ্যাপক ইউনূস জানান, ভোটার তালিকা সঠিকভাবে প্রস্তুত করা এবং প্রয়োজনীয় কিছু সংস্কার কার্যক্রম শেষ করার ভিত্তিতে ২০২৫ সালের শেষদিকে নির্বাচন আয়োজন সম্ভব হতে পারে। তবে, যদি নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনী প্রক্রিয়ায় আরও বিস্তৃত সংস্কার আনা হয়, তাহলে ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে।

তিনি বলেন, আমাদের মূল কাজ হলো একটি সঠিক ও আপডেটেড ভোটার তালিকা তৈরি করা। গত তিনটি নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের সুযোগ ছিল না, ফলে এই কাজ আরও কঠিন হয়েছে। গত ১৫ বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন তাদের সবার নাম নিশ্চিত করতে হবে। তরুণ ভোটারদের জন্য এটি একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে।

তিনি আরও বলেন, আমি চাই এবারের নির্বাচনে তরুণ ভোটাররা সর্বোচ্চ সংখ্যায় অংশগ্রহণ করুক। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো যেন এই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করে। একটি ঐতিহ্য গড়ে তুলতে হবে যাতে সব নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত হয়। এ ধরনের প্রচেষ্টা ভবিষ্যতে ভোটাধিকার রক্ষায় সহায়ক হবে।

প্রবাসীদের ভোটাধিকারের প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীদের ভোটদানের বিষয়টি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। আমরা এবার এটি বাস্তবায়নের উদ্যোগ নিতে চাই। তবে এ ধরনের পরিবর্তন ও সংস্কারের জন্য সময় এবং সুপরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন।

প্রধান উপদেষ্টা জাতিকে আশ্বস্ত করেন যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং তিনি সকলকে এই প্রক্রিয়ায় সহায়তা করার আহ্বান জানান।

 

শেয়ার করুন