বাঁহাতি স্পিনার তাইজুলের জাদু
২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে

- আপডেট: ১২:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / 3
ছবি : সংগৃহীত
চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ঘূর্ণি জাদুতে জিম্বাবুয়েকে কোণঠাসা করে দিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। টেস্টের দ্বিতীয় দিনের প্রথম বলেই শেষ হয়ে গেছে সফরকারীদের প্রথম ইনিংস।
২২৭ রানে ৯ উইকেট হারিয়ে দিন শুরু করেছিল জিম্বাবুয়ে। কিন্তু প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে ৬ উইকেটের পূর্ণতা পান তাইজুল। সুইং ও বাউন্সে বিভ্রান্ত মুজারাবানি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। আম্পায়ার আবেদন নামঞ্জুর করলেও রিভিউতে মেলে সাফল্য।
সোমবার শেষ বিকেলে পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম বাংলাদেশের হাতে তুলে দেন তাইজুল। দ্বিতীয় দিন শুরুতেই জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে দিয়ে সেই নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত করেন তিনি।
এর আগে ইনিংসের শুরুটা ভালোই করেছিল জিম্বাবুয়ে। দুই ওপেনার বেনেট ও বেন কারেন মিলে গড়ে তোলেন আশাব্যঞ্জক জুটি। অভিষিক্ত তানজিম সাকিবের টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট হন বেনেট। এরপর বেন কারেনকে ফেরান তাইজুল।
তবে ব্যাট হাতে নিক ওয়েলচ ও শন উইলিয়ামসের রেকর্ড গড়া জুটিতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ থেকে বের করে আনেন নাইম ইসলাম। ৪ বলের ব্যবধানে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট।
শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা জিম্বাবুয়েকে ২৩০ রানে গুটিয়ে দিতে মূল ভূমিকা রাখেন তাইজুল (৬/৫২) ও নাইম ইসলাম (৩/৪৮)। বল হাতে নিয়ন্ত্রণ ধরে রেখে টাইগারদের ম্যাচে এগিয়ে দিয়েছেন তারা।