০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ: মেয়র তাপস

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ০৫:০১:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • / 15

বক্তব্য রাখছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। ছবি-সংগৃহীত

পবিত্র ঈদুল আজহায় ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১২ জুন) জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, আমরা প্রতিবার বর্জ অপসারণের যে লক্ষ্যমাত্রা নিয়ে থাকি সেটা হলো ২৪ ঘণ্টার মধ্যে সেই বর্জ্য অপসারণ। সুতরাং ঈদের দিন যে বর্জ্য সৃষ্টি হবে সেটা ২৪ ঘণ্টার মধ্যেই অপসারিত হবে এবং পরের দিন যে বর্জ্য অপসারিত হবে সেটাও ২৪ ঘণ্টার মধ্যেই অপসারিত হবে।

মেয়র আরও বলেন, পশুর হাটের ব্যবস্থাপনা ঠিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকাবাসী খুব স্বাচ্ছন্দে কোরবানির পশু হাট থেকে কিনতে পারবেন। কোরবানির পশুর হাটের কারণে যাতে নগরে যানজট না হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাতীয় ঈদগাহে একসঙ্গে ৩৫ হাজার মানুষের নামাজের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টির কারণে নামাজে যেন বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। নারীদের ও কূটনীতিকদের নামাজে অংশ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন। ঈদের জামাত নির্বিঘ্ন করতে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ: মেয়র তাপস

আপডেট: ০৫:০১:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪

বক্তব্য রাখছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। ছবি-সংগৃহীত

পবিত্র ঈদুল আজহায় ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১২ জুন) জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, আমরা প্রতিবার বর্জ অপসারণের যে লক্ষ্যমাত্রা নিয়ে থাকি সেটা হলো ২৪ ঘণ্টার মধ্যে সেই বর্জ্য অপসারণ। সুতরাং ঈদের দিন যে বর্জ্য সৃষ্টি হবে সেটা ২৪ ঘণ্টার মধ্যেই অপসারিত হবে এবং পরের দিন যে বর্জ্য অপসারিত হবে সেটাও ২৪ ঘণ্টার মধ্যেই অপসারিত হবে।

মেয়র আরও বলেন, পশুর হাটের ব্যবস্থাপনা ঠিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকাবাসী খুব স্বাচ্ছন্দে কোরবানির পশু হাট থেকে কিনতে পারবেন। কোরবানির পশুর হাটের কারণে যাতে নগরে যানজট না হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাতীয় ঈদগাহে একসঙ্গে ৩৫ হাজার মানুষের নামাজের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টির কারণে নামাজে যেন বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। নারীদের ও কূটনীতিকদের নামাজে অংশ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন। ঈদের জামাত নির্বিঘ্ন করতে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন