৫৩ বছর সংস্কারের কোনো অগ্রগতি হয়নি: রিজওয়ানা

- আপডেট: ০৭:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / 17
–অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনীতিবিদরা যদি সংস্কার করতে পারেন, তাহলে গত ৫৩ বছর তারা কী করেছেন? রিজওয়ানা এ কথা বলেন শুক্রবার (১৩ ডিসেম্বর) গুলশানে এক অনুষ্ঠানে, যেখানে তিনি শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও ব্যক্তিগত গাড়িচালকদের পুনঃপ্রশিক্ষণের উদ্যোগ ঘোষণা করেন।
তিনি আরও বলেন, রাজনীতিবিদরা যদি সংস্কার করতে সক্ষম হতেন, তাহলে তাদের জন্য আমাদের দায়িত্ব নিতে হতো না। রিজওয়ানা জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।
এছাড়া, পরিবেশ উপদেষ্টা বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য ডিসেম্বরের মধ্যেই নতুন বিধিমালা আইনে রূপান্তরিত করা হবে। তিনি দাবি করেন, ঢাকায় শব্দ দূষণ এতটাই বেড়ে গেছে যে, মানুষের জীবনযাপন অসহনীয় হয়ে উঠছে, এবং এটি একটি অস্থির প্রজন্ম তৈরি করছে।