০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন

রবীন্দ্র নাথ পাল, ময়মনসিংহ
- আপডেট: ১১:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
- / 45
ময়মনসিংহ সিটি করপোরেশনের সিটি নির্বাচন ঘনিয়ে আসছে। আর বাকী মাত্র ২০/২১ দিন। নির্বাচনী প্রচারনার মেয়র – কমিশনার প্রার্থীরা কেউ ঘরে বসে নেই।সকালের হাল্কাশীত উপেক্ষা করে প্রার্থীরা দল বল নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। মেয়র পদে ৬ জন প্রার্থীর মধ্যে কে নগর সেবকের দায়িত্ব পাবেন,সেই নিয়ে আলোচনার শেষ নেই।
তাছাড়া পাড়া মহল্লায় আলোচনা হচ্ছে, কে হবেন ওয়ার্ড কাউন্সিলর।
দ্বিতীয়বারের মত ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচন হবে আগামী ৯ মার্চ। মোট ৩৩ টি ওয়ার্ড নিয়ে গঠিত মসিকের মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার৪৯০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৩ হাজার ৮৭১ জন,মহিলা ভোটার ১ লাখ ৭২ হাজার ৬১০ জন। নির্বাচনে মেয়র পদে ১ জন,পুরুষ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত আসনে ১১ জন নির্বাচিত হবেন।
মেয়র পদে ৭ জন,পুরুষ কাউন্সিলর পদে ১৬৪ জন ও সংরক্ষিত আসনে ৬৯ জন মনোনয়ন দাখিল করে।
এরমধ্যে মেয়র পদে ১ জন ও কাউন্সিলর পদে ৩৬ জনের মনোনয়ন বাছাইপর্বে বাতিল হয়ে যায়। মেয়র পদে ৬ জন ও সাধারন ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন ১৯৭ জন।প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে ২৩ ফেব্রুয়ারী।
মেয়র পদে বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু, জেলা আ’লীগের সভাপতি এহতেশামুল আলম, শহর আ’লীগের সাবেক সভাপতি এড,সাদেক খান মিল্কী টজু,নগর আ’লীগের সাবেক সদস্য ফারমার্জ আল নুর রাজীব। রাজীর সাবেক পৌর চেয়ারম্যান এড আল নুর তারেকের ছেলে।
এছাড়াও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য ড,মো: রেজাউল হক ও জাপা ( কাদের) শহীদুল ইসলাম স্বপন মন্ডল। এবার দলীয় প্রতীক না থাকায় প্রার্থীদের ব্যক্তিগত ইমেজ, অতীত কর্মকান্ড ও বাহ্যিক আচর আচরন বিবেচনায় নিয়ে নির্বাচনী বৈতরনী পার হতে হবে। সাধারন ভোটারদের মতে এবারো মেয়র পদে ইকরামুল হক টিটু জন সমর্থনে এগিয়ে আছেন। বিশেষ করে মহিলা ও তরুন ভোটারদের মাঝে তার জনপ্রিয়তা অনেক বেশি।
ট্যাগ :