০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

৯ মাস পর গোপনে ব্যাংকক গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ১২:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 4

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ – ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে দেশ ছেড়েছেন। বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র নিশ্চিত করেছে।

বিমানবন্দরের সূত্রটি জানায়, থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে আবদুল হামিদ ব্যাংককের উদ্দেশে রওনা হন। রাত ১১টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে দেশ ত্যাগের অনুমতি পান।

আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য পাওয়া গেছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় এই মামলাটি দায়ের করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরের নামও রয়েছে।

মামলা দায়েরের আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা হলেও সেগুলোতে আবদুল হামিদের নাম ছিল না।

আওয়ামী সরকারের পতনের পর শেখ হাসিনাসহ একাধিক সাবেক ক্ষমতাসীন ব্যক্তি, মন্ত্রী, ব্যবসায়ী এবং দলের গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে। এ অবস্থায় সাবেক রাষ্ট্রপতির এই বিদেশগমনকে “রাজনৈতিক পালানোর” অংশ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের পক্ষ থেকে এখনো আবদুল হামিদের বিদেশ গমনের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভিসার মেয়াদ, রাজনৈতিক আশ্রয় এবং ব্যাংককের গন্তব্যকে ঘিরে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

৯ মাস পর গোপনে ব্যাংকক গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আপডেট: ১২:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ – ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে দেশ ছেড়েছেন। বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র নিশ্চিত করেছে।

বিমানবন্দরের সূত্রটি জানায়, থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে আবদুল হামিদ ব্যাংককের উদ্দেশে রওনা হন। রাত ১১টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে দেশ ত্যাগের অনুমতি পান।

আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য পাওয়া গেছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় এই মামলাটি দায়ের করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরের নামও রয়েছে।

মামলা দায়েরের আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা হলেও সেগুলোতে আবদুল হামিদের নাম ছিল না।

আওয়ামী সরকারের পতনের পর শেখ হাসিনাসহ একাধিক সাবেক ক্ষমতাসীন ব্যক্তি, মন্ত্রী, ব্যবসায়ী এবং দলের গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে। এ অবস্থায় সাবেক রাষ্ট্রপতির এই বিদেশগমনকে “রাজনৈতিক পালানোর” অংশ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের পক্ষ থেকে এখনো আবদুল হামিদের বিদেশ গমনের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভিসার মেয়াদ, রাজনৈতিক আশ্রয় এবং ব্যাংককের গন্তব্যকে ঘিরে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।

শেয়ার করুন