প্রবাসী ভোট নিয়ে ইসির মতবিনিময় সভা

- আপডেট: ০৮:৩৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / 6
নির্বাচন ভবন – সংগৃহীত ছবি
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ভোটিং পদ্ধতির ডিজাইন, নিরাপত্তা, আইনি চ্যালেঞ্জ ও প্রযুক্তিগত সম্ভাবনা নিয়ে রাজনৈতিক দল, গণমাধ্যম, সুশীল সমাজ ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করতে বসবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হবে।
এই সভায় রাজনৈতিক দল, গণমাধ্যম সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ এ সংশ্লিষ্ট দেড়শ’য়ের বেশি প্রতিনিধি অংশ নেবেন। এ মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
ইসির জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নিরাপদ ভোটিং সিস্টেমের সম্ভাব্যতা যাচাই, উন্নয়ন এবং উন্নতকরণের বিষয়ে আলোচনা করতে এ সেমিনারের আয়োজন করেছে ইসি সচিবালয়। আন্তর্জাতিক গণতান্ত্রিক অনুশীলন, নির্বাচনী ব্যবস্থা উন্নয়ন এবং ডিজিটাল নিরাপত্তা কাঠামোয় সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ দেবেন তারা।
মতবিনিময় সভায় যেসব বিষয়ে আলোচনা করা হবে প্রবাসী ভোটিং প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ; সিস্টেম ডিজাইন ও কারিগরি সম্ভাব্যতা; যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ ও বাস্তবায়ন; প্রবাসী ভোটিং সিস্টেমের আন্তর্জাতিক মান বজায় রাখা এবং আইনি, লজিস্টিক ও কার্যকরী চ্যালেঞ্জসমূহ এবং সম্ভাব্য সমাধান।
এ এম এম নাসির উদ্দিন কমিশন প্রবাসী বাংলাদেশিদের ভোট পদ্ধতি নিয়ে গত ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে। সেখানে তিনটি পদ্ধতি নিয়ে উপস্থাপনা ও আলোচনা হয়। পদ্ধতিগুলো হল- অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট। এরপর ইসি সচিবালয় নির্বাচন সংশ্লিষ্ট প্রযুক্তিবিদদের নিয়ে ‘অ্যাডভাইজরি টিম’ গঠন করে। এমআইএসটি, ঢাবি ও বুয়েট তিনটি পদ্ধতি নিয়ে তিনটি প্রতিবেদনও দিয়েছে কমিশনে।
অ্যাডভাইজরি টিমের দেওয়া প্রতিবেদনে, পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং- এ তিন পদ্ধতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোট নিতে গেলে কী কী করতে হতে পারে, কী সমস্যা হতে পারে এবং কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কত সময়ের মধ্যে প্রস্তুতি নিতে হবে, আর্থিক সংস্থান ও পাইলটিংয়ের পরামর্শগুলো তুলে ধরা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার ‘অ্যাডভাইজরি টিমের’ প্রথম সভার পর অংশীজনের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে এবার।
এর আগে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রক্সি ভোটকে আমরা বলেছি যদি সর্বোচ্চ ভোটারকে আনতে চাই তাহলে প্রক্সি একমাত্র অপশন। এখনও কমিশনের অবস্থান একই আছে। প্রক্সি ভোটের দুর্বলতা অনেকে তুলে ধরেছেন। সফলতাও তুলে ধরেছেন। অন্যগুলোর ক্ষেত্রেও তাই। কোনো অপশনকেই আমরা সিঙ্গেল আউট করছি না। বাংলাদেশের জন্য কোনো একটি সিঙ্গেল অপশন প্রয়োগযোগ্য না। সমন্বিত অপশনের দিকে যেতে হবে। তিনটা পদ্ধতিকে যদি আনা যায় তাহলে আমরা তিনটা পদ্ধতিকেই আনব।