০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

টানা এগারো মাস ফিফা র‌্যাংকিং-এর ১ম স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা

জাহিদ হাসান (স্পোর্টস রিপোর্টার)
  • আপডেট: ০৪:৪৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / 40

সদ্য প্রকাশ হওয়া ফিফা র‌্যাংকিং-এ প্রথম ১০ টি স্থান আগের মত অপরিবর্তিত রয়েছে।ডিফেন্ডিং বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৮৫৫ পয়েন্ট নিয়ে র‌্যাংকিং এর এক নাম্বারে অবস্থান করছে।গত বছর এপ্রিলের পর থেকে এখনো পর্যন্ত এক নাম্বার পজিশন ধরে রেখেছে আর্জেন্টিনা।গত বিশ্বকাপে রার্নাস আপ দল ফ্রান্স ১৮৪৫ পয়েন্ট নিয়ে ২য় স্থানে রয়েছে। ৩য়, ৪র্থ ও ৫ম স্থানে যথাক্রমে রয়েছে ইংল্যান্ড,বেলজিয়াম ও ল্যাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল।এছাড়াও টপ টেনের মধ্যে রয়েছে ৬ষ্ঠ স্থানে নেদারল্যান্ডস,৭ম স্থানে পর্তুগাল, ৮ম স্থানে স্পেন, ৯ম স্থানে ইতালি ও ১০ম স্থানে ক্রোয়েশিয়া।

আরেক ল্যাতিন আমেরিকার দেশ উরূগুয়ে রয়েছে ১১তম স্থানে।চার বারের বিশ্বকাপ জয়ী দল জার্মানী ১৬৩১ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে রয়েছে।২০২৬ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োযক দেশ যুক্তরাষ্ট্র এক ধাপ নিচে নেমে ১৩তম ও মেক্সিকো অপরিবর্তিত ১৫তম স্থানে রয়েছে।

সদ্য এফসি চ্যাম্পিয়নশীপ জয়ী দল কাতার ২১ ধাপ এগিয়ে ৫৮ থেকে ৩৭তম অবস্থানে রয়েছে এবং চমক দেয়া রানার্স আপ দল জর্ডান ১৭ ধাপ এগিয়ে ৮৭ থেকে ৭০তম অবস্থানে রয়েছে। এশিয়ার পরাশক্তি দেশ জাপান এক ধাপ নিচে নেমে ১৮তম এবং দক্ষিন কোরিয়া এক ধাপ এগিয়ে ২২তম হয়েছে।মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান এক ধাপ এগিয়ে ২০তম ও সৌদিআরব তিন ধাপ এগিয়ে ৫৩তম হয়েছে।

এছা্ড়া সদ্য আফ্রিকা নেশনস কাপ জয়ী দল আইভরিকোস্ট ১০ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে রয়েছে। গত বিশ্বকাপে চমক দেওয়া সেমিফাইনালিস্ট মরক্কো এবার আফ্রিকা নেশনস কাপে সুবিধা করতে না পারলেও র‌্যাংকিং-এ এক ধাপ এগিয়ে ১২ নাম্বারে রয়েছে।

এছাড়াও  বাংলাদেশের অবস্থান ১৮৩ তম স্থানে অপরিবর্তিত রয়েছে, এর পরের অবস্থানে রয়েছে ভূটান এবং ভারত ১৫ ধাপ নিচে নেমে ১১৭ তম স্থানে রয়েছে। এছাড়াও আফগানিস্তান ১৫৮তম, মালদ্বীপ ১৬১তম, মিয়ানমার ১৬২তম, নেপাল ১৭৫তম এবং পাকিস্তান ১৯৫ তম স্থানে অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

টানা এগারো মাস ফিফা র‌্যাংকিং-এর ১ম স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা

আপডেট: ০৪:৪৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

সদ্য প্রকাশ হওয়া ফিফা র‌্যাংকিং-এ প্রথম ১০ টি স্থান আগের মত অপরিবর্তিত রয়েছে।ডিফেন্ডিং বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৮৫৫ পয়েন্ট নিয়ে র‌্যাংকিং এর এক নাম্বারে অবস্থান করছে।গত বছর এপ্রিলের পর থেকে এখনো পর্যন্ত এক নাম্বার পজিশন ধরে রেখেছে আর্জেন্টিনা।গত বিশ্বকাপে রার্নাস আপ দল ফ্রান্স ১৮৪৫ পয়েন্ট নিয়ে ২য় স্থানে রয়েছে। ৩য়, ৪র্থ ও ৫ম স্থানে যথাক্রমে রয়েছে ইংল্যান্ড,বেলজিয়াম ও ল্যাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল।এছাড়াও টপ টেনের মধ্যে রয়েছে ৬ষ্ঠ স্থানে নেদারল্যান্ডস,৭ম স্থানে পর্তুগাল, ৮ম স্থানে স্পেন, ৯ম স্থানে ইতালি ও ১০ম স্থানে ক্রোয়েশিয়া।

আরেক ল্যাতিন আমেরিকার দেশ উরূগুয়ে রয়েছে ১১তম স্থানে।চার বারের বিশ্বকাপ জয়ী দল জার্মানী ১৬৩১ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে রয়েছে।২০২৬ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োযক দেশ যুক্তরাষ্ট্র এক ধাপ নিচে নেমে ১৩তম ও মেক্সিকো অপরিবর্তিত ১৫তম স্থানে রয়েছে।

সদ্য এফসি চ্যাম্পিয়নশীপ জয়ী দল কাতার ২১ ধাপ এগিয়ে ৫৮ থেকে ৩৭তম অবস্থানে রয়েছে এবং চমক দেয়া রানার্স আপ দল জর্ডান ১৭ ধাপ এগিয়ে ৮৭ থেকে ৭০তম অবস্থানে রয়েছে। এশিয়ার পরাশক্তি দেশ জাপান এক ধাপ নিচে নেমে ১৮তম এবং দক্ষিন কোরিয়া এক ধাপ এগিয়ে ২২তম হয়েছে।মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান এক ধাপ এগিয়ে ২০তম ও সৌদিআরব তিন ধাপ এগিয়ে ৫৩তম হয়েছে।

এছা্ড়া সদ্য আফ্রিকা নেশনস কাপ জয়ী দল আইভরিকোস্ট ১০ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে রয়েছে। গত বিশ্বকাপে চমক দেওয়া সেমিফাইনালিস্ট মরক্কো এবার আফ্রিকা নেশনস কাপে সুবিধা করতে না পারলেও র‌্যাংকিং-এ এক ধাপ এগিয়ে ১২ নাম্বারে রয়েছে।

এছাড়াও  বাংলাদেশের অবস্থান ১৮৩ তম স্থানে অপরিবর্তিত রয়েছে, এর পরের অবস্থানে রয়েছে ভূটান এবং ভারত ১৫ ধাপ নিচে নেমে ১১৭ তম স্থানে রয়েছে। এছাড়াও আফগানিস্তান ১৫৮তম, মালদ্বীপ ১৬১তম, মিয়ানমার ১৬২তম, নেপাল ১৭৫তম এবং পাকিস্তান ১৯৫ তম স্থানে অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন