০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

জুনের পর দেশে আসার সম্ভাবনা শাবনূরের

ইউএনএ বিনোদন ডেস্ক
  • আপডেট: ০৭:৩৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 3

ছবি : সংগৃহীত

এক সময়ের রূপালী পর্দার সাড়া জাগানো অভিনেত্রী শাবনূর পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তিনি কবে দেশে ফিরবেন তা জানতে চাইলে শাবনূর জানান, একমাত্র ছেলে আইজানের স্কুল এখন খোলা। আগামী জুন মাসে স্কুল বন্ধ হলে এরপর দেশে আসার দিনক্ষণ ঠিক করব।

সর্বশেষ গত মার্চের শেষ সপ্তাহে মাত্র ৮ ঘণ্টার জন্য দেশে এসেছিলেন শাবনূর। তার অসুস্থ মাকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় নিয়ে যেতেই এসেছিলেন শাবনূর। বর্তমানে তার মা অনেকটাই সুস্থ বলে জানান এ অভিনেত্রী।

শাবনূর বলেন, গত ২৮ মার্চ মা শ্বাসকষ্টে কাবু হয়ে পড়েন। তখনই সিদ্ধান্ত নেই দ্রুত বাংলাদেশে আসতে হবে।

আম্মার এমন অবস্থা হয়েছিল কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছেন। সেদিন তার শারীরিক অবস্থা কেমন তা জানতে পারছিলাম না। কারণ তিনি কথা বলতেও পারছিলেন না। তখনই আমি টিকিট খুঁজতে শুরু করি এবং খুব কষ্টে টিকিট পেয়ে ঢাকায় চলে আসি। আমার সঙ্গে কোনো লাগেজ ছিল না। আমি শুধু পাসপোর্ট, টিকিট এবং একটা ব্যাগপ্যাক নিয়ে উড়াল দিয়েছি।

শাবনূর আরও বলেন, মাকে নিয়ে আবার দেশে ফিরব। তবে আমি চাই মা আরেকটু সুস্থ হয়ে উঠুক। দেশে ফিরে আমার অসমাপ্ত সিনেমার কাজসহ আরও কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ করব।

বর্তমানে চলচ্চিত্রে একেবারেই অনিয়মিত শাবনূর। ২০১৮ সালে মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘পাগল মানুষ’। প্রায় অর্ধযুগ পর গেল বছর আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’ নামের দুটি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন শাবনূর।

রঙ্গনার প্রথম লটের শুটিংও হয়েছিল সে সময়। এক বছরের বেশি সময় পার হলেও সিনেমা দুটির কাজের বিষয়ে নতুন কোনও আপডেট নেই।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জুনের পর দেশে আসার সম্ভাবনা শাবনূরের

আপডেট: ০৭:৩৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

ছবি : সংগৃহীত

এক সময়ের রূপালী পর্দার সাড়া জাগানো অভিনেত্রী শাবনূর পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তিনি কবে দেশে ফিরবেন তা জানতে চাইলে শাবনূর জানান, একমাত্র ছেলে আইজানের স্কুল এখন খোলা। আগামী জুন মাসে স্কুল বন্ধ হলে এরপর দেশে আসার দিনক্ষণ ঠিক করব।

সর্বশেষ গত মার্চের শেষ সপ্তাহে মাত্র ৮ ঘণ্টার জন্য দেশে এসেছিলেন শাবনূর। তার অসুস্থ মাকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় নিয়ে যেতেই এসেছিলেন শাবনূর। বর্তমানে তার মা অনেকটাই সুস্থ বলে জানান এ অভিনেত্রী।

শাবনূর বলেন, গত ২৮ মার্চ মা শ্বাসকষ্টে কাবু হয়ে পড়েন। তখনই সিদ্ধান্ত নেই দ্রুত বাংলাদেশে আসতে হবে।

আম্মার এমন অবস্থা হয়েছিল কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছেন। সেদিন তার শারীরিক অবস্থা কেমন তা জানতে পারছিলাম না। কারণ তিনি কথা বলতেও পারছিলেন না। তখনই আমি টিকিট খুঁজতে শুরু করি এবং খুব কষ্টে টিকিট পেয়ে ঢাকায় চলে আসি। আমার সঙ্গে কোনো লাগেজ ছিল না। আমি শুধু পাসপোর্ট, টিকিট এবং একটা ব্যাগপ্যাক নিয়ে উড়াল দিয়েছি।

শাবনূর আরও বলেন, মাকে নিয়ে আবার দেশে ফিরব। তবে আমি চাই মা আরেকটু সুস্থ হয়ে উঠুক। দেশে ফিরে আমার অসমাপ্ত সিনেমার কাজসহ আরও কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ করব।

বর্তমানে চলচ্চিত্রে একেবারেই অনিয়মিত শাবনূর। ২০১৮ সালে মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘পাগল মানুষ’। প্রায় অর্ধযুগ পর গেল বছর আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’ নামের দুটি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন শাবনূর।

রঙ্গনার প্রথম লটের শুটিংও হয়েছিল সে সময়। এক বছরের বেশি সময় পার হলেও সিনেমা দুটির কাজের বিষয়ে নতুন কোনও আপডেট নেই।

শেয়ার করুন