০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫

চয়নিকার পরিচালনায় গানচিত্রে মৌ

ইউএনএ বিনোদন ডেস্ক
  • আপডেট: ০৮:৩৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 3

গানচিত্রে সাদিয়া ইসলাম মৌ ও নিদ্রিতা সরকার – সংগৃহীত ছবি

মা দিবস উপলক্ষে মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ‘তুমি রবে নীরবে’র নতুন গানটি নির্মিত হচ্ছে। মুক্তি পাবে ১১ মে আন্তর্জাতিক মা দিবসে। নতুন গানচিত্র তৈরি করছেন চলচ্চিত্র ও নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। এক নিঃসঙ্গ মায়ের অন্তর্জগৎ ও হারিয়ে যাওয়া মেয়ের ফিরে আসার করুণ বাস্তবতা রূপায়িত হচ্ছে গানচিত্রটিতে। এখন চলছে শুটিং। গানচিত্রটিতে অভিনয় করছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।

নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, গানচিত্রে নিঃশব্দ ভালোবাসা, প্রতীক্ষা ও মাতৃত্বের ব্যথা তুলে ধরবেন মৌ। গানটি নতুন করে গেয়েছেন শিরিন চৌধুরী। পর্দায় মৌয়ের মেয়ের চরিত্রে থাকছেন নিদ্রিতা সরকার। ভিডিওটি চিত্রগ্রহণ করছেন সুমন হোসেন।

মৌকে নিয়ে গানচিত্র নির্মাণ প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, মৌয়ের সঙ্গে আমি পাঁচটি নাটক করেছি। এটাই প্রথম গানচিত্র।

যখন শিরিন আপা আমাকে দায়িত্ব দিলেন গানচিত্রটি নির্মাণের। আমার মনে হয়েছিল ডলি জহুরকে মায়ের চরিত্রে নেব। সত্যি বলতে মৌয়ের কথা মনেই আসেনি। তবে শিরিন আপা আমাকে মৌয়ের কথা বলেন। এখন শুটিং করতে গিয়ে মনে হচ্ছে মৌ ছাড়া কাজটা অপূর্ণ থেকে যেত।

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

চয়নিকার পরিচালনায় গানচিত্রে মৌ

আপডেট: ০৮:৩৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

গানচিত্রে সাদিয়া ইসলাম মৌ ও নিদ্রিতা সরকার – সংগৃহীত ছবি

মা দিবস উপলক্ষে মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ‘তুমি রবে নীরবে’র নতুন গানটি নির্মিত হচ্ছে। মুক্তি পাবে ১১ মে আন্তর্জাতিক মা দিবসে। নতুন গানচিত্র তৈরি করছেন চলচ্চিত্র ও নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। এক নিঃসঙ্গ মায়ের অন্তর্জগৎ ও হারিয়ে যাওয়া মেয়ের ফিরে আসার করুণ বাস্তবতা রূপায়িত হচ্ছে গানচিত্রটিতে। এখন চলছে শুটিং। গানচিত্রটিতে অভিনয় করছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।

নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, গানচিত্রে নিঃশব্দ ভালোবাসা, প্রতীক্ষা ও মাতৃত্বের ব্যথা তুলে ধরবেন মৌ। গানটি নতুন করে গেয়েছেন শিরিন চৌধুরী। পর্দায় মৌয়ের মেয়ের চরিত্রে থাকছেন নিদ্রিতা সরকার। ভিডিওটি চিত্রগ্রহণ করছেন সুমন হোসেন।

মৌকে নিয়ে গানচিত্র নির্মাণ প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, মৌয়ের সঙ্গে আমি পাঁচটি নাটক করেছি। এটাই প্রথম গানচিত্র।

যখন শিরিন আপা আমাকে দায়িত্ব দিলেন গানচিত্রটি নির্মাণের। আমার মনে হয়েছিল ডলি জহুরকে মায়ের চরিত্রে নেব। সত্যি বলতে মৌয়ের কথা মনেই আসেনি। তবে শিরিন আপা আমাকে মৌয়ের কথা বলেন। এখন শুটিং করতে গিয়ে মনে হচ্ছে মৌ ছাড়া কাজটা অপূর্ণ থেকে যেত।

 

শেয়ার করুন