নেতাকর্মীদের উচ্ছ্বাস
ফিরোজার থাকবেন খালেদা জিয়া

- আপডেট: ১২:৪৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / 5
চার মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া – ছবি: ইউএনএ
চার মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে বের হয়। এ সময় নেতা-কর্মীরা পতাকা নেড়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান।
একইসঙ্গে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় খালেদা জিয়াকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে জড়ো হন শত শত নেতাকর্মী। তারা জাতীয় ও দলীয় পতাকা হাতে স্লোগান দিতে দিতে বিএনপি নেত্রীর আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেন। খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে নেতাকর্মীদের অবস্থান এবং বিপুল জনসমাগম দেখা গেছে। অনেকেই মনে করছেন, চিকিৎসা শেষে তার ফেরাটা বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে।
বিমান বন্দর এলাকাসহ আশেপাশের চারিদিকে কেউ হাতে ফুল, কেউ ব্যানার-প্ল্যাকার্ড, কেউ-বা খালেদা জিয়ার ছবিসংবলিত টি-শার্ট পরে ছিলেন। ‘খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘খালেদা, জিয়া’, ‘তারেক, রহমান’, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ নানা স্লোগান দেন নেতা-কর্মীরা।
এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে কাতারের রাজপরিবারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।
লন্ডন সময় সোমবার (৫ মে) দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে। ১৭ বছর ধরে প্রবাসে অবস্থান করা বড় ছেলে তারেক রহমানের জন্য মা এবং স্ত্রী জুবাইদা রহমানকে বিদায় দেয়া ছিল আবেগের।
হিথ্রো বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের বিপুল সমাগম ঘটে খালেদা জিয়াকে বিদায় জানাতে। স্লোগান, ফুল ও হাত নেড়ে তারা বিএনপি চেয়ারপারসনকে ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত করেন।
বিদায়ী মুহূর্তে নেতাকর্মীদের উদ্দেশে হাসিমুখে হাত নাড়ান খালেদা জিয়া এবং বলেন, তারেক রহমানকে দেখে রেখো।
চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরেন তিনি দুই পুত্রবধূ ও লন্ডনের চিকিৎসক দলের সদস্যদের সঙ্গে। এয়ার অ্যাম্বুলেন্সে তার সঙ্গী ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদও।