শিল্পখাতে আমিরাতের বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা

- আপডেট: ০৯:২৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / 2
ইউএই প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক -ছবি : সংগৃহীত
আমিরাতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ অঙ্গীকারের জন্য ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনুস বলেন, বিভিন্ন শিল্পখাতে আমিরাতের বিনিয়োগকে স্বাগত জানাই।
অপরদিকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালু করার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। একইসঙ্গে দেশটির পক্ষ থেকে বিভিন্ন খাতে বিনিয়োগের প্রস্তাবকে স্বাগত জানান তিনি।
বুধবার (৭ মে) রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ ধন্যবাদ জানান তিনি। ইউএই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী শেখ নাহায়ান বিন মুবারক আল নাহায়ান।
এর আগে মন্ত্রী শেখ আল নাহায়ান নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি স্বল্প সময়ের সফরে বিকেল ২টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি।
প্রতিনিধি দলে আরও ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ বিন আলি আল সায়েঘ এবং বিনিয়োগ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুর রহমান আল হাউই।
বৈঠকে শেখ আল নাহায়ান প্রধান উপদেষ্টাকে বলেন, আমি আমাদের প্রেসিডেন্টের নির্দেশে বাংলাদেশের প্রতি সংহতি জানাতে এবং আমাদের বন্ধুত্ব পুনরায় দৃঢ় করতে এখানে এসেছি।
তিনি আরও বলেন, আমাদের দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে যে ঘনিষ্ঠ আলোচনা হয়েছে। আমরা তার প্রশংসা করি। বিনিয়োগ থেকে শুরু করে ভিসা পর্যন্ত সবক্ষেত্রেই আমরা সহযোগিতা করতে আগ্রহী।
ভিসা সহজীকরণের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের দরজা খোলার জন্য ধন্যবাদ। কয়েকটি পদক্ষেপ এখনো বাকি রয়েছে। তবে আমরা আশা করি, আমরা সক্রিয়ভাবে যোগাযোগ রাখব এবং সেগুলো সমাধান করব।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের নাগরিকদের প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা প্রদান শুরু করেছে। ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য একসঙ্গে অনেকগুলো ভিসা দ্রুত জারি করা হচ্ছে। এছাড়া দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা আবেদন ব্যবস্থা সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় দ্বারা পুনরায় চালু করা হয়েছে। এ প্রক্রিয়ায় সম্প্রতি বিপণন ব্যবস্থাপক, হোটেল কর্মী প্রভৃতির ভিসা প্রদান করা হয়েছে।
ইতোমধ্যে নিরাপত্তারক্ষীদের জন্য পাঁচ শতাধিক ভিসা প্রদান করা হয়েছে এবং আরও এক হাজার ভিসা অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।
বৈঠকে ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হোমোদি এবং সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাংলাদেশ ত্যাগ করেন ইউএই প্রতিনিধি দল।