১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হলো আইপিএল

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ০২:৩৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 2

ছবি : সংগৃহীত

শেষ পর্যন্ত স্থগিতই করে দেওয়া হলো আইপিএল ২০২৫ কে। ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার কারণে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। জানিয়েছে ক্রিকইনফো। খুব শিগগিরই বিষয়টি নিয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে আইপিএল কর্তৃপক্ষ। মূলত গতকাল রাতে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচ চলাকালীন ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের বেশ কয়েকটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। দশ মিনিট পর নিরাপত্তা শঙ্কার কথা বলে স্থগিত করা হয় ম্যাচটি। এরপর জানানো হয় আজ আসবে আইপিএলের সিদ্ধান্ত।

আইপিএলের এখনও বাকি রয়েছে ১৬ ম্যাচ। প্রাথমিক পর্বের ম্যাচগুলো হওয়ার কথা আহমেদাবাদ (৩) লাক্ষ্ণৌ (২), বেঙ্গালুরু (২), হায়দরাবাদ, দিল্লি, চেন্নাই, মুম্বাই ও জয়পুরেও। প্লে-অফের ম্যাচগুলো হওয়ার কথা ছিল হায়দরাবাদ ও কলকাতায়। কিন্তু সেগুলো হবে কিনা, তা আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসলেই বলা যাবে।

এর আগে বৃহস্পতিবার সম্ভাব্য এই যুদ্ধকে বিবেচনা করে স্থগিত করা হয়েছে পিএসএল। সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

চলতি আইপিএল শুরু হয়েছিল ২২ মার্চ। ১০ দলের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বিশ্বের অনেক বড় ক্রিকেট তারকা। আইপিএলের ফাইনাল হওয়ার কথা ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে। এই ম্যাচ টিভিতে বিশ্বের কোটি কোটি দর্শক দেখবেন বলে আশা করা হয়।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হলো আইপিএল

আপডেট: ০২:৩৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

ছবি : সংগৃহীত

শেষ পর্যন্ত স্থগিতই করে দেওয়া হলো আইপিএল ২০২৫ কে। ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার কারণে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। জানিয়েছে ক্রিকইনফো। খুব শিগগিরই বিষয়টি নিয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে আইপিএল কর্তৃপক্ষ। মূলত গতকাল রাতে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচ চলাকালীন ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের বেশ কয়েকটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। দশ মিনিট পর নিরাপত্তা শঙ্কার কথা বলে স্থগিত করা হয় ম্যাচটি। এরপর জানানো হয় আজ আসবে আইপিএলের সিদ্ধান্ত।

আইপিএলের এখনও বাকি রয়েছে ১৬ ম্যাচ। প্রাথমিক পর্বের ম্যাচগুলো হওয়ার কথা আহমেদাবাদ (৩) লাক্ষ্ণৌ (২), বেঙ্গালুরু (২), হায়দরাবাদ, দিল্লি, চেন্নাই, মুম্বাই ও জয়পুরেও। প্লে-অফের ম্যাচগুলো হওয়ার কথা ছিল হায়দরাবাদ ও কলকাতায়। কিন্তু সেগুলো হবে কিনা, তা আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসলেই বলা যাবে।

এর আগে বৃহস্পতিবার সম্ভাব্য এই যুদ্ধকে বিবেচনা করে স্থগিত করা হয়েছে পিএসএল। সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

চলতি আইপিএল শুরু হয়েছিল ২২ মার্চ। ১০ দলের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বিশ্বের অনেক বড় ক্রিকেট তারকা। আইপিএলের ফাইনাল হওয়ার কথা ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে। এই ম্যাচ টিভিতে বিশ্বের কোটি কোটি দর্শক দেখবেন বলে আশা করা হয়।

শেয়ার করুন