০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
আবদুল হামিদের দেশত্যাগ

তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ০২:৪২:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 2

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার (১০ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন – ছবি : ইউএনএ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় গাফিলতির সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১০ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় যারা দায়ী তাদের কয়েকজনকে সাসপেন্ড (বরখাস্ত) করা হয়েছে। কাউকে অ্যাটাচ (সংযুক্ত) করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই প্রতিবেদনে যারা দায়ী হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক রাষ্ট্রপতি দেশত্যাগের আগে এসবির পক্ষ থেকে একটি নিষেধাজ্ঞা ছিল। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের কাছে নিষেধাজ্ঞা পাঠাইছে কি না আমি জানি না। আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। আপনারা যেহেতু বললেন, আমি খোঁজ নেবো। যেহেতু তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি পুঙ্খানুপুঙ্খ দেখে ব্যবস্থা নেবে। যারা দোষী তাদের শাস্তি পেতেই হবে।

বিমানবন্দর পরিদর্শনের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আমি ২০১১ সালের পর বিদেশে যাইনি তাই সিস্টেমটা জানার জন্য এসেছিলাম। কীভাবে ইমিগ্রেশন হয় সেসব দেখার জন্য। সাম্প্রতিক সময়ে সবকিছু আগের তুলনায় অনেক উন্নত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আবদুল হামিদের দেশত্যাগ

তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: ০২:৪২:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার (১০ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন – ছবি : ইউএনএ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় গাফিলতির সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১০ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় যারা দায়ী তাদের কয়েকজনকে সাসপেন্ড (বরখাস্ত) করা হয়েছে। কাউকে অ্যাটাচ (সংযুক্ত) করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই প্রতিবেদনে যারা দায়ী হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক রাষ্ট্রপতি দেশত্যাগের আগে এসবির পক্ষ থেকে একটি নিষেধাজ্ঞা ছিল। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের কাছে নিষেধাজ্ঞা পাঠাইছে কি না আমি জানি না। আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। আপনারা যেহেতু বললেন, আমি খোঁজ নেবো। যেহেতু তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি পুঙ্খানুপুঙ্খ দেখে ব্যবস্থা নেবে। যারা দোষী তাদের শাস্তি পেতেই হবে।

বিমানবন্দর পরিদর্শনের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আমি ২০১১ সালের পর বিদেশে যাইনি তাই সিস্টেমটা জানার জন্য এসেছিলাম। কীভাবে ইমিগ্রেশন হয় সেসব দেখার জন্য। সাম্প্রতিক সময়ে সবকিছু আগের তুলনায় অনেক উন্নত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন