০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি ছাত্রদল নেতার মৃত্যু

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ০২:৩৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 5

নিহত শাহরিয়ার সাম্য-ছবি : সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের স্যার এ এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার সাম্য (২৫) নিহত হয়েছেন। সাম্য ঢাবির আই,আর ডিপার্টমেন্টের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। থাকতেন এফ রহমান হলের ২২২ নম্বর রুমে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার এসআই আবুল কালাম আজাদ।

তিনি বলেন, আমরা রাত ১২টার দিকে খবরটা পেয়েছি। সাম্যর মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। তবে আমরা হাসপাতালে থাকায় এখনো ঘটনাস্থল পরিদর্শন করতে পারিনি। আর কী কারণে কারা তাকে হত্যা করেছে তাও এখনো জানা সম্ভব হয়নি।

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা ফখরুল আলমের ছেলে।

তার মৃত্যুর খবর পেয়ে ঢামেকে ছুটে যান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এসময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তার বক্তব্যে তিনি এ হতাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সেই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক ও ছিনতাইকারীদের হাত থেকে রক্ষার জন্য ঢাবি প্রশাসনের কাছে অনুরোধও করেন।

তবে সাম্যকে কে বা কারা ছুরিকাঘাত করে আহত করেছিল তা এখনো জানা যায়নি।

এদিকে ঢামেকের একটি সূত্র জানায়, নিহত সাম্য বাইক নিয়ে ওই সময় মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই সময় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে ঢামেকে নিয়ে যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, সহপাঠীরা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি ছাত্রদল নেতার মৃত্যু

আপডেট: ০২:৩৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

নিহত শাহরিয়ার সাম্য-ছবি : সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের স্যার এ এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার সাম্য (২৫) নিহত হয়েছেন। সাম্য ঢাবির আই,আর ডিপার্টমেন্টের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। থাকতেন এফ রহমান হলের ২২২ নম্বর রুমে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার এসআই আবুল কালাম আজাদ।

তিনি বলেন, আমরা রাত ১২টার দিকে খবরটা পেয়েছি। সাম্যর মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। তবে আমরা হাসপাতালে থাকায় এখনো ঘটনাস্থল পরিদর্শন করতে পারিনি। আর কী কারণে কারা তাকে হত্যা করেছে তাও এখনো জানা সম্ভব হয়নি।

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা ফখরুল আলমের ছেলে।

তার মৃত্যুর খবর পেয়ে ঢামেকে ছুটে যান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এসময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তার বক্তব্যে তিনি এ হতাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সেই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক ও ছিনতাইকারীদের হাত থেকে রক্ষার জন্য ঢাবি প্রশাসনের কাছে অনুরোধও করেন।

তবে সাম্যকে কে বা কারা ছুরিকাঘাত করে আহত করেছিল তা এখনো জানা যায়নি।

এদিকে ঢামেকের একটি সূত্র জানায়, নিহত সাম্য বাইক নিয়ে ওই সময় মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই সময় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে ঢামেকে নিয়ে যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, সহপাঠীরা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন