০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ইউএনএ প্রতিনিধি, গোপালগঞ্জ
  • আপডেট: ০১:৫৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 5

দুর্ঘটনায় গুরুতর আহত ১৮ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে -ছবি : ইউএনএ

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনা আহত হয়েছেন অন্তত ২৮ জন।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত ১৮ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর ওই মহাসড়কে বেশ কিছু সময় ধরে যানবাহন চলাচল বন্ধ ছিল। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খুলনার মংলা থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। পথে কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকসহ তিনজন নিহত ও অন্তত ২৮ জন আহত হয়। হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট: ০১:৫৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

দুর্ঘটনায় গুরুতর আহত ১৮ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে -ছবি : ইউএনএ

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনা আহত হয়েছেন অন্তত ২৮ জন।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত ১৮ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর ওই মহাসড়কে বেশ কিছু সময় ধরে যানবাহন চলাচল বন্ধ ছিল। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খুলনার মংলা থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। পথে কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকসহ তিনজন নিহত ও অন্তত ২৮ জন আহত হয়। হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন