ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

- আপডেট: ১০:২১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / 31
প্রতিকী ছবি
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে পাঁচ শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শনিবার (১৭ মে) ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ৭ম পর্বের ক্লাস চলাকালীন সময়ে ৩য় পর্বের কিছু শিক্ষার্থী প্রতিষ্ঠানের শহীদ মেধা চত্বরে উচ্চস্বরে গান গাওয়ার ফলে শ্রেণিকক্ষে বিঘ্ন ঘটে, ৭ম পর্বের শিক্ষার্থীরা তাদের গান বন্ধ করার জন্য অনুরোধ করেন।
৩য় পর্বের কিছু ছাত্র আধিপত্যবাদী আচরণ করে এবং ক্যাম্পাসের দক্ষিণ গেটে ছাত্রদের উপর হামলা করে। হামলার এ ঘটনায় পাচ শিক্ষার্থী আহত হয়। আহতরা হলেন, কামরুল, ইয়াসিন, মানিক, সাগর, নাবিল। তারা সবাই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের ছাত্র।হামলাকারীরা হলেন, ইলেকট্রিক্যাল ৩য় পর্বের ছাত্র আলিফ, সচীন ও ইলেকট্রনিকস ৩য় পর্বের ছাত্র সৈকত।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, তারা পূর্বে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল ও বর্তমানে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর ন্যক্কারজনক হামলার ঘটনায় দোষীদের দ্রুততম সময়ে বহিষ্কার, আইনগত ব্যবস্থা গ্রহণ ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা।