প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত ‘ওয়ার টু’ সিনেমার টিজার

- আপডেট: ০১:১৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / 9
টিজারের ঝলকের মূল আকর্ষণ হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের জমজমাট অ্যাকশন -ফাইল ছবি
প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত ‘ওয়ার টু’ সিনেমার টিজার। যশরাজ ফিল্মসের প্রযোজনায় স্পাই ইউনিভার্সের টিজারের ঝলকের মূল আকর্ষণ হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের জমজমাট অ্যাকশন।
মঙ্গলবার (২০ মে) এনটিআরের জন্মদিনে প্রকাশ্যে এসেছে টিজারের ঝলক। সেখানে অভিনেতাকে নতুন কাজের ও জন্মদিনের শুভেচ্ছা একইসঙ্গে জানিয়েছেন তার ভক্তরা।
টিজারের শুরু থেকেই দর্শকদের মাতিয়ে রেখেছেন হৃতিক। কখনও তিনি অস্ত্র হাতে একের পর এক শত্রুকে প্রতিহত করছেন। কখনও আবার যুদ্ধে ক্ষতবিক্ষত হৃতিকের রক্তচক্ষু তাক লাগিয়েছে দর্শককে। কখনও আবার নেকড়ের সঙ্গে হেঁটে আসছেন নায়কোচিত ভঙ্গিমায়।
‘ওয়ার টু’ সিনেমাতে হৃতিকের সঙ্গে টক্কর দিতে দেখা যাবে ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা এনটিআরের। টিজারে তার উপস্থিতি থাকলেও হৃতিকের তুলনায় তা কম। পাশাপাশি হৃতিক তার ক্যারিশমাতেও যেন পিছনে ফেলেছেন দক্ষিণী সুপারস্টারকে। টিজারে হৃতিকের লুক দেখে প্রশংসায় মজেছেন তার ভক্তরা।
এদিকে টিজারে বিশেষ আকর্ষণ হিসেবে ধরা দিয়েছেন কিয়ারা আদবানি। কিন্তু তার বিকিনি লুকের দিক থেকে চোখ ফেরাতে পারছেন না সিনেমাপ্রেমীরা। অভিনেত্রী স্বস্তিকা দত্ত সামাজিকমাধ্যমে প্রশ্ন করেছেন, জিমে গিয়ে আর কী কী করলে এই লুক পাওয়া সম্ভব?
এমন প্রশ্নের উত্তরে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় মজা করে লিখেছেন, কিছু নয়। বাড়িতে একজন সিদ্ধার্থ মালহোত্রা থাকলেই হবে।
২০১৯ সালে যশরাজ ফিল্মসের ব্লকবাস্টার ‘ওয়ার’র সিক্যুয়েল এই ‘ওয়ার টু’। আগামী ১৪ আগস্ট হিন্দি, তামিল, তেলেগু ভাষাতে মুক্তি পাবে এটি।
ইতোমধ্যেই টিজারের ঝলক নিজের সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন হৃতিকসহ সিনেমার অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা। আর হৃতিকের সেই পোস্টে তার কাজের প্রশংসা করেছেন বান্ধবী সাবা আজাদও। একই সঙ্গে সুপারস্টারকে নতুন কাজের জন্য শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রাক্তন স্ত্রী সুজান খানও।